কলকাতা, 2 জুন: রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের কোনও মতেই মানছে না শিক্ষা দফতর। শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই কথা স্পষ্ট করেন দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। সেখানেই তিনি রাজ্যপালের আলোচনা প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, উচ্চশিক্ষা দফতর একটি তালিকা পাঠিয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু সেটা একতরফা বিবেচনা করেই দফতরের সঙ্গে কোন রকম আলোলনা না করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী। এমনকি শিক্ষামন্ত্রী এও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন হওয়ার আগেই উচ্চশিক্ষা দফতর থেকে প্রস্তাব গিয়েছিল রাজ্যপালের কাছে। উদাহরণস্বরূপ, তিনি কলকাতা ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ টেনে আনেন।
গত বৃহস্পতিবারের রাজ্যপাল যে উপাচার্য নিয়োগ করেছেন তা সম্পূর্ণ বেআইনি এবং তার জন্য আদালতের দারস্থ হবে উচ্চশিক্ষা দফতর । সে কথা আগেই স্পষ্ট করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তিনি জানান, "সুপ্রিম কোর্টের নির্দেশ আছে রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমেই উপাচার্য নিয়োগ করতে হবে। তবে এই দশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল তা করেননি। ফলে গণতন্ত্রের ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে বলে জানতাম। কিন্তু কেন্দ্রীয় সরকারের গণতন্ত্র শব্দটি তুলে দেওয়ার জন্য যে উৎসাহ দেখা যাচ্ছে এটি তারই একটা পুনরাবৃত্তি।"