কলকাতা, 20 মার্চ:বাঙালির অধিকার আদায়ের এবার তৈরি হল নতুন সংগঠন 'বঙ্গযোদ্ধা'। শনিবার সেই সংগঠনে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস । এর আগে তিনি ছিলেন বাংলাপক্ষে । তবে এবার সেখান থেকে বিদায় নিয়ে তিনি যোগ দিলেন বঙ্গযোদ্ধা নামে এই নতুন সংগঠনে । সেখানে গিয়েও তাঁর মুখে শোনা গেল বাংলার জন্য বাঙালিদের লড়াইয়ের কথা । তিনি জানান কয়েকটি সমস্যার জন্য বাংলাপক্ষ ছাড়তে হয়েছে তাঁকে (Bongo Joddha to fight for rights of Bengalis) ৷
শনিবার নতুন সংগঠনে যোগ দিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন,"আমি বাঙালি জাতির অধিকারের জন্য লড়াই করছি । বাংলাপক্ষের সঙ্গে বেশ কয়েকটি ব্যাপারে সমস্যা তৈরি হয়েছিল । তাই ওখান থেকে আমি বেরিয়েও এসেছি । তবে বাঙালি জাতির জন্য আমার লড়াই জারি রয়েছে ।" এদিনের সাংবাদিক বৈঠকে বঙ্গযোদ্ধার তরফে রাজ্য সরকারের চাকরিতে 90 শতাংশ পর্যন্ত ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি দাবিও পেশ করা হয়েছে সংগঠনের তরফে। ঘোষণা করা হয়েছে কয়েকটি কর্মসূচির কথাও।