পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গায় তলিয়ে যাওয়া তিন কিশোরের দেহ উদ্ধার - recovered

বৃহস্পতিবার স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিন পড়ুয়া । খোঁজ চালিয়ে মেলেনি তাদের দেহ । অবশেষে সেই তিন পড়ুয়ার দেহ মিলল ।

তলিয়ে যাওয়া তিন কিশোর

By

Published : May 11, 2019, 10:43 PM IST

কাঁকিনাড়া, 11 মে : গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়া তিন কিশোরের মৃতদেহ উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ । তাদের নাম সুমিত শর্মা (15), আকাশ সাউ (17) ও সাগর দাস (17) ।

9 মে গঙ্গায় স্নান করতে গিয়েছিল তারা। সেইসময় গঙ্গায় জোয়ার থাকায় স্নান করতে নেমে তলিয়ে যায় তারা । তিনজনের কেউ সাঁতার জানত না। ওইদিন ঘটনাস্থানে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সারারাত তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায়নি তাদের ৷

গতকাল বিকেলে জগদ্দল ও শ্যামনগরের মাঝামাঝি একটি ঘাটে দুই কিশোরের দেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে । পরে জানা যায় ওই দুটি দেহ আকাশ ও সাগরের ৷ আজ সন্ধ্যায় গঙ্গা থেকে সুমিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details