কলকাতা, 12 নভেম্বর: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ৷ অনুগামীদের মাঝে দাঁড়িয়ে তিনি বলছেন, "আমরা রূপের বিচার করি না... কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ..." ৷ এই ভিডিয়ো সংবাদমাধ্যমে ঘুরছে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন তিনি ৷ স্বভাবতই এরপরে রাজ্য তথা দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তীব্র সমালোচনা চলছে ৷ প্রতিবাদে শনিবার পথে নামল বিজেপি যুব মোর্চা (TMC MLA controversial comment over President Droupadi Murmu) ৷
এরপরে অখিল গিরি (Akhil Giri Statement over controversial comment) অবশ্য সাফাই দিয়ে বলেন, "আমি রাষ্ট্রপতিকে শ্রদ্ধা করি ৷ আমি পদের উল্লেখ করেছি ৷ কিন্তু সেটা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুলনা প্রসঙ্গে ৷ আমি কোনও নাম উল্লেখ করিনি ৷ তিনি বলেছিলেন, 'অখিল গিরিকে দেখতে ভালো নয় ৷' আমি একজন মন্ত্রী, শপথ নিয়েছি ৷ আমার বিরুদ্ধে কিছু বলা হলে, তা সংবিধানকে অপমান করা ৷" তিনি আরও বলেন, "আমি 'রাষ্ট্রপতি' বলেছি ৷ আমি কারও নাম নিইনি ৷ যদি দেশের রাষ্ট্রপতি কোনওভাবে অপমানিত বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত ৷ আমি যা বলেছি তার জন্য আমি অনুতপ্ত ৷"
শুক্রবার নন্দীগ্রামে একটি সভায় মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন ৷ এর প্রতিবাদে শনিবার উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চা পথে নেমে বিক্ষোভ দেখায় এবং তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয় । এই প্রতিবাদ মিছিলটি বিজেপি রাজ্য সদর কার্যালয় মুরলিধর সেন লেন থেকে শুরু হয় । মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, তাঁর সঙ্গে অন্য কার্যকর্তারাও ছিলেন ।