কলকাতা, 26 জুলাই : বিজেপির রাজ্য সদর দফতর হেস্টিংসে সাংগঠনিক বৈঠক হয় সোমবার ৷ সেই সাংগঠনিক বৈঠকে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েকজন বিজেপি কর্মী । দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেধে যায়৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঘটনায় বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণ কলকাতার ঘরছাড়া যুবমোর্চার কর্মীদের সঙ্গে বৈঠক ছিল । সেই বৈঠকে যুব মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় ৷ উত্তেজনা তৈরি হয় ।
বৈঠক পরিচালনার দায়িত্বে ছিলেন যুবনেতা রাজু সরকার । বৈঠক শেষে রাজু সরকারের গোষ্ঠীর সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে যুবমোর্চার আরেক গোষ্ঠীর তীব্র বাদানুবাদ হয় । এই ঘটনার পর রাজু সরকার অসুস্থ বোধ করেন । এরপর তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজু সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি দিল্লিতে আছি । কী হয়েছে, সেটা জানি না । তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ৷’’