দমদম, 20 মে : এক ব্যক্তিকে কোপানোর ঘটনা ঘটল । ঘটনাটি দক্ষিণ দমদমের 6 নম্বর ওয়ার্ড এলাকার । আক্রান্ত ব্যক্তির অভিযোগ, তাঁর ছেলে BJP করে । ছেলেকে বাড়িতে না পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর আক্রমণ করে । বর্তমানে বিমলবাবু আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটচনার তদন্ত শুরু হয়েছে ।
ছেলে BJP করে, আক্রোশে কোপ তৃণমূলের ! - kolkata
দক্ষিণ দমদমের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা দাস । এলাকায় সক্রিয় BJP কর্মী হিসেবে তিনি পরিচিত । অভিযোগ, গতরাত একটা নাগাদ বাপ্পার বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারা বাপ্পার খোঁজ করে । খোঁজ না পেয়ে বাপ্পার বাবা বিমল দাসকে মারধর করে । চপার দিয়ে বিমলবাবুর হাতেও কোপ মারে ।
দক্ষিণ দমদমের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা দাস । এলাকায় সক্রিয় BJP কর্মী হিসেবে তিনি পরিচিত । অভিযোগ, গতরাত একটা নাগাদ বাপ্পার বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারা বাপ্পার খোঁজ করে । খোঁজ না পেয়ে বাপ্পার বাবা বিমলবাবুকে মারধর করে । চপার দিয়ে বিমলবাবুর হাতেও কোপ মারে । বিমলবাবুর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
বাপ্পা বলেন , "গতরাতে আমি বাড়িতে ছিলাম না । তৃণমূল কর্মী সৈকত দাসের নেতৃত্বে দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালায় । ওরা আমার খোঁজ করে । আমাকে না পেয়ে বাবাকে কোপাতে শুরু করে । সৈকত দীর্ঘদিন ধরে তৃণমূল করে। ওর নেতৃত্বেই এই হামলা হয়েছে।"