পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর নেতৃত্বে গঙ্গাজল ঢেলে 'পবিত্র' করা হল আম্বেদকরের মূর্তির পাদদেশ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

BJP washes Ambedkar statue at Assembly: বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা গঙ্গাজল ভর্তি কলস মাথায় নিয়ে তৃণমূলের অবস্থানক্ষেত্র বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশস্থল ধুয়ে শুদ্ধ করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই জায়গায় বসে ছিলেন সেই জায়গা-সহ মূর্তির পাদদেশ নিজে হাতে ধুয়ে এদিন পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী-সহ বাকি বিধায়করা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 4:50 PM IST

Updated : Dec 1, 2023, 6:04 PM IST

'পবিত্র' করা হল আম্বেদকরের মূর্তির পাদদেশ

কলকাতা, 1 ডিসেম্বর: গত তিনদিন ধরে 100 দিনের কাজের জন্য বিধানসভায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নীচে ধরনা প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। তাই শুক্রবার মাথায় করে গঙ্গাজল নিয়ে সেই স্থানে ঢেলে জায়গাটিকে পবিত্র করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়করা। এই নিয়ে কিছু আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন বিরোধী দলনেতা।

এদিন দুপুর একটা নাগাদ বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা গঙ্গাজল ভর্তি কলস মাথায় নিয়ে তৃণমূলের অবস্থানক্ষেত্র, দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশস্থল ধুয়ে শুদ্ধ করেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই জায়গায় বসে ছিলেন সেই জায়গা-সহ মূর্তির পাদদেশ নিজে হাতে ধুয়ে এদিন পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী-সহ বাকি বিধায়করা। তারপর তারা জায়গাটিকে নতুন গামছা দিয়ে মুছে দিতেও দেখা যায়। তার আগে এদিন বিজেপি বিধায়করা গঙ্গাজলের কলস মাথায় নিয়ে জাতীয় সঙ্গীতও গেয়েছেন।

100 দিনের কাজের বকেয়া টাকা-সহ কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে, এই দাবিতে গত তিনদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিধানসভায় আম্বেদকরের মূর্তির নীচে ধরনায় বসেছিল। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "এই চোররা বাবা সাহেবের মূর্তির পাদদেশকে অপবিত্র করে গিয়েছে। তাই এই জায়গাটিকে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করা হয়েছে। এই জায়গায় পবিত্রতা ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি আম্বেদকরের উদ্দেশে পুষ্পার্ঘ্যও নিবেদন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে বসার নৈতিক অধিকার নেই।"

পাশাপাশি তিনি জানান, 41 (এ)-কে তিনি কোনও রকম গুরুত্ব দিতেই চান। তাঁরা এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, "আড়াই বছর ধরে সব গোছানো হচ্ছে। মমতা পুলিশের বিরুদ্ধে অনেক দুর পর্যন্ত যাবে বিজেপি। উন্মাদ, দাম্ভিক, অহংকারী মমতা এবং তাঁর পুলিশ।" এদিন তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন, "এর ফলে তাঁদের পেতে হবে। তাসের ঘরের উপর বসে আসছেন তিনি।"

আরও পড়ুন

Last Updated : Dec 1, 2023, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details