পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের সময় ওরা রামকে পোলিং এজেন্ট বানাতে চাইছে : ফিরহাদ

"ভোটের আগে যারা রামকে পোলিং এজেন্ট করে তারাই রামচন্দ্রকে সবচেয়ে বেশি অসম্মান করে।" এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম

By

Published : Apr 12, 2019, 9:29 PM IST

Updated : Apr 12, 2019, 9:36 PM IST

কলকাতা, 12 এপ্রিল : "অনেকের বুকের মধ্যেই রাম আছে। ভোটের আগে যারা রামকে পোলিং এজেন্ট করে তারাই রামচন্দ্রকে সবচেয়ে বেশি অসম্মান করে।" রামনবমীর শোভাযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিলেন ফিরহাদ হাকিম।

আজ দিলীপবাবু বলেন, "রাজ্য প্রশাসন যদি অস্ত্র মিছিলে বাধা দেয়, তবে তাদের ভুগতে হবে।" এর পালটা ফিরহাদ বলেন, "ধর্মীয় উস্কানি শুরু করেছে BJP। রামনবমী নিয়ে যা ধর্মীয় রীতি আছে, এরাজ্যের কেউ তা কোনওদিন আটকাতে যায়নি। কিন্তু, ধর্মীয় উন্মাদনা হলে প্রশাসনের দায়িত্ব তা রোখা। দিলীপ ঘোষরা দাঙ্গা লাগাতে চায়, সরকার দাঙ্গা আটকাতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ চায় শান্তির সঙ্গে থাকতে। ধর্মীয় উন্মাদনার জন্য কারোর ভাবাবেগে আঘাত লাগুক এরাজ্যের মানুষ তা চায় না।"

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

ফিরহাদ আরও বলেন, "এখন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। যদি তাই করত তাহলে BJP-কে বরখাস্ত করত। যে পার্টির নেতা মোদির সেনা বলে, তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা উচিত। উলটে ভালো ভালো পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে।"

Last Updated : Apr 12, 2019, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details