পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Slams Mamata: টুইটে মোদি'কে বিঁধলেন মমতা, পালটা মাঠে নামল বিজেপি নেতারাও

নয়া সংসদ ভবন উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা এখনও চলছে । দুটি ছবি পোস্ট করে মোদিকে নিশব্দ আক্রমণ করেছেন মমতা। পালটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে ধর্মীয় ভাবাবেগ ব্যাখ্যা করে মমতাকে নিশানা করেছে বিজেপিও ।

BJP Slams Mamata
টুইটে মোদি'কে বিঁধলেন মমতা

By

Published : May 30, 2023, 7:27 AM IST

Updated : May 30, 2023, 8:06 AM IST

কলকাতা, 30 মে: কথায় বলে, ছবি কথা বলে । এবার বাড়তি কোনও কথা নয়, দু'টি ছবি পোস্ট করে দেশের সাম্প্রতিক অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ছবিতে তিনি তুলে ধরলেন সরকারের একাল আর সেকাল । একাল বলতে বর্তমান মোদি সরকারের সময় । আর সেকাল হল সদ্য স্বাধীনতা পাওয়া ভারতবর্ষ । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে দু'টি ছবি তুলে ধরেছেন তার একটি স্বাধীনতা পরবর্তী সময়ের ।

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই ছবির মধ্যমণি । একই সঙ্গে সেই ছবিতে জায়গা পেয়েছেন স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য । ছিলেন লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর থেকে শুরু করে আরও অনেকে। কিন্তু 28 মে'র দ্বিতীয় যে ছবিটি বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তাতে প্রধানমন্ত্রী মোদি থাকলেও জায়গা হয়নি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। জায়গা হয়নি মোদী মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও । বদলে জায়গা পেয়েছেন সাধু-সন্তরা ।

আরও পড়ুন:বিতর্ক থামাতে অর্জুন-মদন-সৌগতর সঙ্গে কথা তাপসের, মুখ না-খোলার পরামর্শ

যদিও এই ছবির ব্যাখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কোনও ক্যাপশন দেননি । সিদ্ধান্ত ও ব্যাখ্যার দায়িত্ব রাজ্যের সাধারণ মানুষের উপরেই ছেড়েছেন 'দিদি' । রাজনৈতিক মহলের একাংশের মতে মূলত বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের রাষ্ট্রপতি বা তার মন্ত্রিসভার সদস্যদের তুলনায় সাধু-সন্তদের উপর যে বেশি ভরসা রাখে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি । অবশ্যই এই দুটি ছবি পোস্ট করে মমতা ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পালটা জবাব দিতে দেরি করেননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার রাতে করা দীর্ঘ টুইটে তিনি অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের একচোখা উপলব্ধিতে আমি বিস্মিত নই । সনাতনী ঐতিহ্যের প্রতি বিতৃষ্ণার জন্য তিনি সুপরিচিত বলেই সাধুদের উপহাস করছেন।" এই টুইটে সনাতনী সংস্কৃতির সঙ্গে সঙ্গলের যোগ তুলে ধরার চেষ্টা করেছেন তিনি । ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বুঝিয়েছেন কেন লোকসভা কক্ষে সেঙ্গলের প্রতিষ্ঠা হয়েছে।

আরও পড়ুন: 'রাজা'কে ঈশ্বর রক্ষা করুক, বিলেতের জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে মোদিকে বিঁধলেন মহুয়া

শুভেন্দুর মতো সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । সোশাল সাইট টুইটারে তিনি লিখেছেন, "এটা এমন একটা টুইট যার মাধ্যমে দিদি দেখিয়েছেন তিনি হিন্দুদের কীভাবে এবং কেন ঘৃণা করেন । বাংলার মানুষকে তার এই ঘৃণা নিত্যদিন বহন করতে হচ্ছে ।" পাশাপাশি মুখ খুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও । স্বভাবসিদ্ধ ঢঙে দীর্ঘ টুইটে তিনিও মমতার 'হিন্দু বিদ্বেষ' নিয়ে মুখ খুলেছেন । মোটের উপর মমতার ক্যাপশন-বিহীন টুইট এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী বিজেপির আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে । এখন দেখার বিজেপির এই আক্রমণের জবাব তৃণমূল কংগ্রেস কীভাবে দেয় ।

Last Updated : May 30, 2023, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details