পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Slams Mamata: 'মানুষের জীবন এপাং-ওপাং-ঝপাং নয়', ডিপ্লোমা-ডাক্তার নিয়ে বিজেপির তোপের মুখে মমতা

বৃহস্পতিবার নবান্নে উৎকর্ষ বাংলার আলোচনাসভায় বিকল্প চিকিৎসক ও নার্স নিয়ে কয়েকটি পরামর্শ দেন মুখ্য়মন্ত্রী ৷ ডিপ্লোমা কোর্স করে চিকিৎসক হওয়া যায় কি না সেটা স্বাস্থ্য দফতরকে খতিয়ে দেখতে বলেন ৷ এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে চিকিৎসক মহলে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 12, 2023, 12:24 PM IST

Updated : May 12, 2023, 12:45 PM IST

ডিপ্লোমা ডাক্তার নিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিজেপি

কলকাতা, 12 মে: চিকিৎসক হতে গেলে 5 বছরের ডিগ্রি কোর্স করতে হয় ৷ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী 3 বছরের ডিপ্লোমা কোর্স করে চিকিৎসক হওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দফতরকে ৷ পাশাপাশি মাত্র 15 দিনে কোর্স করে নার্স হওয়া সম্ভব কি না, তা নিয়েও ভাবনাচিন্তা করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যের একাধিক হাসপাতাল থাকলেও পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সের অভাব রয়েছে বলে প্রায়শই অভিযোগ ওঠে ৷ তাই সেই ঘাটতি পূরণ করতে নবান্নের উৎকর্ষ বাংলার আলোচনাসভায় এ ধরনের পরামর্শ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি সিনিয়র নার্সদের আরও প্রশিক্ষণ দিয়ে সেমি ডাক্তার পদে তুলে নিয়ে আসা যায় কি না, সেই বিষয়টি স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে ভেবে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজলভ্য করে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই সে বিষয়ে কয়েকটি টোটকা বাতলেছেন নবান্নের উৎকর্ষ বাংলার আলোচনাসভায় ৷ মমতার এ হেন পরামর্শ নিয়ে রাজনৈতিক মহল এবং চিকিৎসক মহলের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ছে ৷

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারের পর সিভিক শিক্ষক এবং এবার সিভিক চিকিৎসক বানাচ্ছেন ৷ তিনি বলেন, "এবার তাহলে একটা মুখ্যমন্ত্রী কেন আরও কয়েকটা সিভিক মুখ্যমন্ত্রী রাখা হোক। তাহলে হয়তো রাজ্যটা ভালো চলবে ৷ গোটা রাজ্যটাকে তো সিভিক বানিয়ে দিচ্ছেন ৷ খেলা মেলা আর সিভিক ৷" তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহম্মদ বিন তুঘলকের অবস্থার সঙ্গে তুলনা করেন এবং বলেন, "উঠল বাই, কটক যাই ৷"

নতুন এই ইস্যুর সমালোচনা করেন বিজেপির যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খান ৷ প্রসঙ্গত, তিনি একজন ক্যানসার বিশেষজ্ঞ অর্থাৎ একজন অঙ্কোলজিস্ট ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে ভুয়ো ভ্যাকসিন থেকে শুরু করে ভুয়ো শিক্ষক পেয়েছে ৷ এবার রাজ্যবাসী ভুয়ো চিকিৎসক দেখবে ৷ মুখ্যমন্ত্রী পরামর্শগুলিকে কটাক্ষ করে চিকিৎসক তথা বিজেপি নেতা জানান, এ সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৷ তিনি রাজ্যের মানুষের ভবিষৎ নিয়ে ছিনিমিনি খেলছেন ৷ ইন্দ্রনীল খানের অভিযোগ, মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন ৷ এবার তিনি সরকার স্বীকৃত হাতুড়ে এবং ভুয়ো ডাক্তার তৈরি করতে চলেছেন । সিভিক পুলিশ বানানোর পর এবার সিভিক ডাক্তার হবে রাজ্যে ৷

বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান আরও বলেন, "মুখ্যমন্ত্রী সবই এপাং অপাং ঝপাং মনে করেন ৷" তাঁর আক্ষেপ রাজ্যে চিকিৎসার বেহাল অবস্থার জন্য হাজার হাজার মানুষ দক্ষিণ ভারত থেকে শুরু করে দিল্লি এবং ভুবনেশ্বরের এইমসে গিয়ে চিকিৎসা করান ৷ চিকিৎসক হতে গেলে সাড়ে চার বছরের এমবিবিএস কোর্স এবং এক বছরের ইনটার্নশিপের গুরুত্বের কথা উল্লেখ করেন ইন্দ্রনীল ৷

আরও পড়ুন: শাড়ির জগতে নয়া ব্র্যান্ড, বাংলার শাড়ির সঙ্গে পরিচয় করাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা

Last Updated : May 12, 2023, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details