কলকাতা, 12 মে: চিকিৎসক হতে গেলে 5 বছরের ডিগ্রি কোর্স করতে হয় ৷ বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী 3 বছরের ডিপ্লোমা কোর্স করে চিকিৎসক হওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দফতরকে ৷ পাশাপাশি মাত্র 15 দিনে কোর্স করে নার্স হওয়া সম্ভব কি না, তা নিয়েও ভাবনাচিন্তা করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যের একাধিক হাসপাতাল থাকলেও পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সের অভাব রয়েছে বলে প্রায়শই অভিযোগ ওঠে ৷ তাই সেই ঘাটতি পূরণ করতে নবান্নের উৎকর্ষ বাংলার আলোচনাসভায় এ ধরনের পরামর্শ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি সিনিয়র নার্সদের আরও প্রশিক্ষণ দিয়ে সেমি ডাক্তার পদে তুলে নিয়ে আসা যায় কি না, সেই বিষয়টি স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে ভেবে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজলভ্য করে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই সে বিষয়ে কয়েকটি টোটকা বাতলেছেন নবান্নের উৎকর্ষ বাংলার আলোচনাসভায় ৷ মমতার এ হেন পরামর্শ নিয়ে রাজনৈতিক মহল এবং চিকিৎসক মহলের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ছে ৷
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারের পর সিভিক শিক্ষক এবং এবার সিভিক চিকিৎসক বানাচ্ছেন ৷ তিনি বলেন, "এবার তাহলে একটা মুখ্যমন্ত্রী কেন আরও কয়েকটা সিভিক মুখ্যমন্ত্রী রাখা হোক। তাহলে হয়তো রাজ্যটা ভালো চলবে ৷ গোটা রাজ্যটাকে তো সিভিক বানিয়ে দিচ্ছেন ৷ খেলা মেলা আর সিভিক ৷" তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহম্মদ বিন তুঘলকের অবস্থার সঙ্গে তুলনা করেন এবং বলেন, "উঠল বাই, কটক যাই ৷"