পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুব মোর্চার মিছিল ঘিরে উত্তপ্ত কলেজ স্ট্রিট, লাঠিচার্জ - POLICE

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিল করল BJP যুব মোর্চা। অভিযোগ, মিছিলে লাঠিচার্জ করে পুলিশ।

আটক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে

By

Published : Feb 21, 2019, 4:54 PM IST

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আজ কলকাতায় মিছিল করল BJP যুব মোর্চা। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ২০ জন মোর্চা সমর্থককে আটক করা হয়েছে।

চলছে বিক্ষোভ

আজ BJP-র রাজ্য দপ্তর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে যুব মোর্চা। কলেজ স্ট্রিটে আসতেই মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, যুব মোর্চা কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ২০ জন মোর্চা কর্মীকে আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়।

এদিকে, আটকদের মুক্তির দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করেন যুব মোর্চার কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে আবরোধ উঠে যায়।

BJP- যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, "শান্তিপূর্ণ মিটিং-এ পুলিশ লাঠিচার্জ করে। কর্মীদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details