কলকাতা, 11 মে: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ দেশজুড়ে মুক্তির পর থেকেই শিরোনামে এই ছবি ৷ ছবিটির সাড়া জাগানোর অভিঘাত এতটাই যে, তামিলনাড়ুর পর বাংলাতে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামে বঙ্গ বিজেপির যুব মোর্চা।
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ'য়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল ডাকা হয়েছিল। দেশপ্রিয় পার্কে প্রিয়া সিনেমা হলের সামনে এই বিক্ষোভ দেখানো হয়েছে। যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ জানান, যে এই নিষেধাজ্ঞা আসলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা এবং ভারতের সংবিধানের উপর হস্তক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটিকে ব্যান করে ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। সেন্সর বোর্ড থেকে এই ছবিটি পাস করেছে এবং দর্শকরা ছবিটি নিয়ে প্রশংসাও করেছেন। তিনি বলেন, "এই সিনেমায় যদি কেউ ভিলেন থেকে থাকে, খলনায়ক থেকে থাকে তাহলে তা হল আইএসআইএস জঙ্গিরা। উগ্রপন্থী-উগ্রপন্থা, সন্ত্রাসবাদ-সন্ত্রাসবাদীরা এই ছবির খলনায়ক। মুখ্যমন্ত্রী কেন এই ছবিটির উপরে নিষেধাজ্ঞা এনেছেন? তিনি যদি মনে করে থাকেন যে এখানে সাম্প্রদায়িক এবং দূষণের রাজনীতি করবেন তাহলে সেটা হবে না।"