পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLAs Towards Rampurhat : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস

আজই রামপুরহাটের বগটুইয়ে যাচ্ছেন বিজেপি বিধায়কেরা ৷ পৌঁছবেন শুভেন্দু অধিকারীও (BJP MLAs Towards Rampurhat) ৷

50 BJP MLAs on way to Rampurhat Bogtui
দু'টি বাসে রামপুরহাটে যাচ্ছেন 50 জন বিজেপি বিধায়ক

By

Published : Mar 23, 2022, 10:24 AM IST

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হলেন 55 জন বিজেপি বিধায়ক ৷ বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে কিড স্ট্রিটের বিধায়ক হস্টেল থেকে রামপুরহাটের বগটুইয়ে যাচ্ছে দু'টি বাস । বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুপুর 2টায় বগটুই গ্রামে পৌঁছবেন (BJP MLAs going to Rampurhat Bogtui led by Manoj Tigga) ।

বিজেপির সূত্রে খবর, রামপুরহাটের বগটুইয়ের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারই গেরুয়া শিবিরের বিধায়কেরা বিধানসভায় দফায় দফায় বিক্ষোভ দেখায় । বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন তাঁরা । এই গণহত্যার ঘটনায় এনআইএ তদন্তের দাবি ওঠে পদ্মশিবির থেকে । গতকাল ঘটনার দিনই শুভেন্দু অধিকারী বগটুই গ্রামে যাওয়ার কথা জানান ।

আরও পড়ুন : Centre Seeks Report on Rampurhat Incident : রামপুরহাট নিয়ে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের, আসছে কেন্দ্রীয় দল

অন্যদিকে, আজ রামপুরহাটের বগটুই যাচ্ছেন 5 সদস্যের বিজেপি প্রতিনিধি দল । বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গঠিত এই দলে রয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, মুম্বইয়ে প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন পুলিশ কর্তা কে সি রামমূর্তি । এই দল বগটুইতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে প্রমাণ সংগ্রহ করবেন ৷ তারপর দিল্লিতে শীর্ষনেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে ।

ABOUT THE AUTHOR

...view details