কলকাতা, 23 মার্চ : রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হলেন 55 জন বিজেপি বিধায়ক ৷ বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে কিড স্ট্রিটের বিধায়ক হস্টেল থেকে রামপুরহাটের বগটুইয়ে যাচ্ছে দু'টি বাস । বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুপুর 2টায় বগটুই গ্রামে পৌঁছবেন (BJP MLAs going to Rampurhat Bogtui led by Manoj Tigga) ।
বিজেপির সূত্রে খবর, রামপুরহাটের বগটুইয়ের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারই গেরুয়া শিবিরের বিধায়কেরা বিধানসভায় দফায় দফায় বিক্ষোভ দেখায় । বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন তাঁরা । এই গণহত্যার ঘটনায় এনআইএ তদন্তের দাবি ওঠে পদ্মশিবির থেকে । গতকাল ঘটনার দিনই শুভেন্দু অধিকারী বগটুই গ্রামে যাওয়ার কথা জানান ।