কলকাতা, 1 জানুয়ারি: হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে গিয়ে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ৷ রবিবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুধু মুখ খোলা নয়, কার্যত মুখের উপর জবাব দিলেন তিনি ৷ তৃণমূলের যুবরাজ বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়তো ঈশ্বরকে দেখতে পান বিজেপি কর্মীরা (BJP May See God in Mamata Banerjee) ৷ তাই তাঁকে দেখে জয় শ্রীরাম ধ্বনি বেরিয়ে আসে ৷" তবে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান তোলার অভিযোগে, বিজেপির কড়া সমালোচনা করেন অভিষেক ৷
এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা অনুসারে, সরকারি মঞ্চে বারবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ঘটনা লজ্জার (Abhishek Banerjee on Jai Sree Ram Slogan) ৷ তিনি বলেন, "ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2021 সালের 23 জানুয়ারি একই ঘটনা ঘটেছিল ৷ তার পুনরাবৃত্তি আমরা গত পরশুদিন দেখলাম ৷ ভুল করেও যারা শেখে না, তাদেরকে আমি কী বলতে পারি ! নির্বোধ ছাড়া তো আর কিছু বলার উপায় নেই ৷"
অভিষেক জানান, সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে ৷ ধরে নেওয়া যেতে পারে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া ৷ তিনি বলেন, "আজ পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ শোনা গিয়েছে? কোন সরকারি অনুষ্ঠানে কি দলের নামে জয়ধ্বনি করতে শুনেছেন আপনারা ৷ আপনি ভারত মাতার জয় বলুন তাতে আপত্তি নেই ৷ আপনি বন্দেমাতারাম বলুন ৷ জয় হিন্দ বা জয় বাংলাও বলুন ৷ দেশমাতৃকা বা নিজের জন্মস্থানের প্রতি যদি কারও গর্ব থাকে আপনি তাদের জয়ধ্বনি দিন না ৷ যাদের এই রাজনীতি করে মুখ থুবড়ে পড়ার পরও শিক্ষা হয়নি, তাদের রাজনৈতিকভাবে দেউলিয়া ছাড়া আর কি বা বলা যেতে পারে ।"