কলকাতা, 8 জুন : "তৃণমূল যদি বিজেপি কর্মীদের মারধর করে, আত্মরক্ষার জন্য পাল্টা মার দিন ।" তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই পরামর্শ দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং । তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী 356 ধারা প্রয়োগ করা উচিৎ ৷ নাহলে বাংলার মানুষ বাঁচবে না ৷
এদিন সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিং বলেন, "আমার নিজের আত্মরক্ষার জন্য যা করতে হয় করতে হবে । আমাকে যদি কেউ খুন করতে আসে বা আমার মাকে যদি কেউ ধর্ষণ করতে আসে তাহলে আমাকে পাল্টা মার দিতে হবে । ভারতীয় সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে । তা আমি না করতে পারি তাহলে আমি কাপুরুষ ৷ আমি যদি নিজে লড়াই করতে না পারি আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে আমার জন্য লড়াই করতে হবে ।"