পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র অভিযানে ধুন্ধুমার, জলকামান-টিয়ারগ্যাসে অসুস্থ মুকুলসহ একাধিক

জলকামানের মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা

By

Published : Jun 12, 2019, 11:55 AM IST

Updated : Jun 13, 2019, 8:52 AM IST

2019-06-12 14:34:24

আজকের মতো কর্মসূচি শেষ । ঘোষণা রাজ্য BJP নেতৃত্বের । দলে দলে ফিরে যাচ্ছেন BJP কর্মীরা । 

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, পুলিশ অগণতান্ত্রিকভাবে জলকামান ব্যবহার করেছে । বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে । আমরা চাই সরকার পাঁচবছর চলুক । তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার ভাববে ।  

2019-06-12 14:27:12

জলকামানের মুখে BJP-র কর্মী সমর্থকরা

বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালিয়েছে পুলিশ । জলকামান ব্যবহারের কোনও কারণ ছিল না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:23:12

20 জনেরও বেশি BJP কর্মী অসুস্থ । হাসপাতালে ভরতি করা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে । 

জঘন্য রাজনীতি চলছে । বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । আমরা এসব বরদাস্ত করব না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:17:02

অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়

সেন্ট্রাল অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ BJP-র সাংসদদের । লকেট বোঝাতে আসে পুলিশ । অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ করা হয় পুলিশের তরফে । তবে অবস্থান তোলেনি BJP । 

ড্রোন নিয়ে নজরদারি পুলিশের । 

BJP কর্মীদের স্লোগান, "বল হরি হরি বোল, মমতাকে কাঁধে তোল ।" 
 

2019-06-12 14:08:40

দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মী-সমর্থকদের । রাস্তায় বসে বিক্ষোভ । প্রস্তুত পুলিশও । 

2019-06-12 14:07:29

ফিয়ার্স লেনে প্রথম ব্যারিকেড ভাঙে । মিছিল আটকাতে জলকামানের ব্যবহার ।  

ফিয়ার্স লেনে জলকামান ও মুখে পড়ে অসুস্থ BJP নেতা সায়ন্তন বসু ও রাজু ব্যানার্জি । একাধিক BJP কর্মী-সমর্থক অসুস্থ । 
 

2019-06-12 13:52:55

BJP সাংসদদের অবস্থান

লালবাজার ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । 

 পালটা লাঠিচার্জ শুরু করেছে পুলিশ । 

2019-06-12 13:42:08

BJP-র মিছিলে জলকামান পুলিশের

টিয়ার গ্যাস

ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP-র, জলকামান পুলিশের ।

 মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে শেল ফাটালো পুলিশ

2019-06-12 13:13:12

সুবোধ মল্লিক স্কয়্য়ারে এলেন মুকুল রায় ও এস এস আলুওয়ালিয়া । বিভিন্ন জায়গা থেকে মিছিল করে BJP কর্মী-সমর্থকরা আসছেন সুবোধ মল্লিক স্কয়্যারে । 

2019-06-12 13:05:13

3 BJP কর্মী গ্রেপ্তার ।

লালবাজারের সামনে বিক্ষোভ । 3 মহিলা BJP কর্মী গ্রেপ্তার । 

2019-06-12 12:34:45

মোতায়েন পুলিশ

"রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । তার প্রতিবাদে আজকের অভিযান । সন্দেশখালিতে আমাদের কর্মীদের খুন করা হয়েছে । তার প্রতিবাদে আজ আমরা অভিযানে নেমেছি ।  পুলিশ বাধা দিলেও আমাদের কর্মীরা এগিয়ে যাবে । এই অভিযান জনগণের ।" মিছিল থেকে বললেন সায়ন্তন বসু ।  

2019-06-12 12:14:47

কলকাতায় BJP-র মিছিল

লালবাজার, বেটিঙ্ক স্ট্রিট ও লালবাজারে ব্যারিকেড পুলিশের । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার যাওয়ার কথা মিছিলের ।    

2019-06-12 12:10:01

প্রস্তুত পুলিশ

বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদসহ একাধিক জেলা থেকে BJP-র কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দিয়েছেন । 

তিনজায়গায় ব্যারিকেড থাকার কথা । রয়েছে মহিলা পুলিশও । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় রয়েছে জলকামান । ফিয়ার্স লেনে নিরাপত্তা আঁটসাঁট ।  

2019-06-12 12:05:02

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পর্যাপ্ত নিরাপত্তায় প্রায় 3 হাজার পুলিশ মোতায়েন থাকবে । তদারকির দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল CP, জয়েন্ট CP । নজরদারিতে থাকবে কুইক রেসপন্স টিম ও মোবাইল ভ্যান । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা ।

2019-06-12 11:58:25

ইতিমধ্যেই হাওড়া থেকে একটি মিছিল রওনা দিয়েছে লালবাজারের দিকে । রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন BJP-র কর্মী-সমর্থকরা । সন্দেশখালিতে দলীয় কর্মী খুনে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান BJP-র কর্মী-সমর্থকরা । BJP কর্মীরা স্লোগান দেন , "কুমড়োপটাশ পার্থ, শিক্ষা দিতে ব্যর্থ । এই তৃণমূল আর না।" 

2019-06-12 11:33:23

প্রস্তুত পুলিশ

কলকাতা, 12 জুন : সন্দেশখালিতে দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র । রাজ্য BJP-র সদর দপ্তর থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা লালবাজারের দিকে আসছেন । হাওড়া ও দক্ষিণ কলকাতা থেকেও লালবাজারমুখী মিছিল আসছে । মিছিলে রয়েছেন রাজ্য থেকে নির্বাচিত BJP-র সব সাংসদ ও নেতৃত্ব । যদিও অভিযান আটকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ । লালবাজারের অনেক আগেই একাধিক রাস্তায় ব্যারিকেড করা হয়েছে । মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও । লালবাজার সূত্রে খবর, অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে ।  

Last Updated : Jun 13, 2019, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details