পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়ের প্রস্ততি, মোদির প্রিয় কমলাভোগ বানাচ্ছে রাজ্য BJP - bjp

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না কি কমলাভোগ খেতে খুব ভালোবাসেন । কলকাতায় এলে তিনি না কি কমলাভোগ সঙ্গে করেও নিয়ে যান । সেজন্য বিতরণের জন্য কমলাভোগই বানানো হয় ।

বানানো হচ্ছে কমলাভোগ

By

Published : May 23, 2019, 6:04 AM IST

কলকাতা, 23 মে : বিপুল আসন পেয়ে ফের ক্ষমতা দখল করবে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । এই প্রত্যাশায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য BJP । দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিতরণের লক্ষ্যে অর্ডার দেওয়া হয়েছে 5000 মিষ্টির । উত্তর কলকাতার এক মিষ্টির দোকানে তৈরি করা হয়েছে এই মিষ্টি । BJP-র রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ রাতভর এই মিষ্টি বানানোর কাজ চলে ।

রাজ্য BJP-র এক নেতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কমলাভোগ খেতে খুব ভালোবাসেন । কলকাতায় এলে তিনি কমলাভোগ সঙ্গে করে নিয়েও যান । সেজন্য কমলাভোগই বানানো হচ্ছে । দুপুরের মধ্যে ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যাবে । তখনই রাজ্য BJP-র সদর দপ্তর থেকে এই মিষ্টি বিলি করা হবে ।

নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "এই ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হচ্ছে । নরেন্দ্র মোদি ও দলের সাফল্যকে স্মরণীয় করে রাখতে 5000 হাজার মিষ্টি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলাফল মোটামুটি পরিষ্কার হওয়ার পর থেকে BJP কার্যকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details