পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP করায় মারধর, অভিযুক্ত প্রতিবেশী

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল, কুশল পালরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । পাল পরিবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । আক্রান্তরা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে ।

বিক্ষোভ

By

Published : May 30, 2019, 1:44 PM IST

বিধাননগর, 30 মে : BJP করায় মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ দমদম পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী জির কলোনি এলাকায় । আক্রান্ত হয়েছে রবি মণ্ডল ও রমেন মণ্ডল । ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ।

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল, কুশল পালরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । পাল পরিবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । আক্রান্তরা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে ।

এলাকায় মণ্ডল পরিবার সক্রিয় BJP কর্মী হিসেবেই পরিচিত । লোকসভা নির্বাচনে BJP-র বুথ এজেন্ট ছিলেন রবি মণ্ডল । ওই ওয়ার্ডে লিড পেয়েছে BJP । ঘটনার জেরে BJP কর্মীরা লেকটাউন থানা ঘেরাও করে । ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, আজ এলাকায় পুলিশ ধরপাকড় করতে যাবে ।

দেখুন ভিডিয়ো

জানা গেছে, ওই এলাকায় মূর্তিতে রঙের কাজ করে মণ্ডল পরিবার । পাশাপাশি বাড়ি পাল ও মণ্ডল পরিবারের । কাজের মাঝে রঙের কাপড় পাল বাড়িতে গিয়ে পড়ে । ঘটনার সূত্রপাত এখানেই । এরপর শুরু হয় বচসা । সেখান থেকেই বচসা গড়ায় রাজনৈতিক বিষয়ে । বচসা বাড়লে পাল পরিবারের সদস্যরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । রবি মণ্ডলের মাথা ফেটে যায় । বাঁচাতে আসলে তাদের বোন রমনি মণ্ডলকে অশ্রাব্য গালিগালাজ করে ও ধর্ষণের হুমকিও দেয় অভিযুক্তরা । রবি বর্তমানে R G কর হাসপাতালে চিকিৎসাধীন । রমেন মণ্ডলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details