কলকাতা, 20 মার্চ: চলতি অর্থবর্ষে রেকর্ড অঙ্কের সম্পত্তি আদায় করেছে কলকাতা কর্পোরেশন (Kolkata Municipality Corporation) ৷ তারই প্রশংসা করে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত (BJP councilor Minadevi Purohit) ৷ তাঁকে প্রথমে অধিবেশন কক্ষ থেকে বিজেপি কাউন্সিলরদের ঘরে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন তৃণমূল কাউন্সিলর-চিকিৎসক মীনাক্ষী গাঙ্গুলি ও কাকলী সেন । ঘটনার কথা শুনে হাজির হন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।
পৌরনিগম সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কর্পোরেশন প্রায় 1200 কোটি টাকার সম্পত্তি আদায় করেছে ৷ সোমবার বাজেট অধিবেশন চলাকালীন, সেই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত । এরপর নিজের বক্তব্য রাখতে পোডিয়ামে ওঠেন তিনি ৷ সেখানে সম্পত্তি কর-সহ সার্বিক রাজস্ব বৃদ্ধিতে বর্তমান বোর্ডের প্রশংসা করেন ।
তিনি বলেন, "বিভিন্ন খাতে বিপুল রাজস্ব আদায় হয়েছে। আমাদের মধ্যে বিরোধিতা থাকতেই পারে। তবে যেটা ভালো হয়েছে, সেটার প্রশংসা করতেই হবে"। টেবল বাজিয়ে মীনাদেবীর বক্তব্যকে সাধুবাদ জানান তৃণমূল কাউন্সিলাররা। এরপরেই আচমকা বুকে ব্যাথা অনুভব করেন ও শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন মীনাদেবী ৷ তাঁকে বক্তব্য থামানোর পরামর্শও দেন চেয়ারপার্সন মালা রায় (Chairperson Mala Roy)।