কলকাতা, 12 ডিসেম্বর : সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আজ দুপুরে কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে ইট ছোড়ে বলে অভিযোগ । BJP-র সদর দপ্তরের সামনে ঘটনাটি ঘটে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কংগ্রেসের কর্মী- সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । পরে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কয়েকজনকে আটক করে লালবাজার নিয়ে যায় পুলিশ ।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে BJP ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে BJP - কংগ্রেস খণ্ডযুদ্ধ । চলে ইটবৃষ্টি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ যা সামাল দিতে ব্যর্থ পৌরনিগম - এই অভিযোগে আজ কলকাতা পৌরনিগম ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল কংগ্রেস । মহাজাতি সদন থেকে মিছিল করে কংগ্রেসের কর্মী- সমর্থকদের যাওয়ার কথা ছিল পৌরনিগম ভবনের সামনে । মিছিল যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র সদর দপ্তরের সামনে তখন মিছিল থেকে কংগ্রেসের কর্মী- সমর্থকরা "রাহুল-রাহুল" স্লোগান দিতে শুরু করেন । পালটা সেখানে উপস্থিত BJP-র কর্মী-সমর্থকরা "মোদি- মোদি" স্লোগান দেন । এনিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে খণ্ডযুদ্ধ শুরু হয় । BJP-র অভিযোগ, কংগ্রেসের তরফে ইট ছোড়া হয় । পরিস্থিতি সামলাতে সেখানে যায় পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেসের কর্মী সমর্থকদের । বেশ কিছুক্ষণ ঝামেলা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর আজ সকাল থেকেই সদর কার্যালয়ের সামনে BJP-র কর্মী-সমর্থকদের একটা বড় অংশ জমা হয়েছিল । সেখান দিয়ে কংগ্রেসের মিছিল যাচ্ছিল । মিছিল থেকে BJP-র কর্মী ও সমর্থকদের উপর ইট ছোড়া হয় । তার প্রতিবাদ করে আমাদের দলের লোকজন।"