কলকাতা, 14 মে : "হেরে যাওয়ায় ভয়ে ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় নাটক করছেন ।" গতকাল একথা বলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী । বলেন, "নীলাঞ্জন রায় নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন । কমিশনের কাছে অভিযোগ জানিয়ে সবকিছু হয় ।"
"হেরে যাওয়ার ভয়ে নাটক করছেন BJP প্রার্থী নীলাঞ্জন"
গাড়ি তল্লাশির নামে হেনস্থার অভিযোগে ধরনায় বসেছিলেন ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় । সেই প্রসঙ্গে তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, "হেরে যাওয়ার ভয়ে ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় নাটক করছেন ।"
গাড়ি তল্লাশির নামে হেনস্থার অভিযোগ তুলে গতকাল ধরনায় বসেছিলেন ডায়মন্ড হারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় । তিনি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কলুটোলা মোড়ে ধরনায় বসেন । আর এই ঘটনা নিয়ে সৌরভবাবু বলেন, "ডায়মন্ড হারবারে BJP কোথাও লড়াইয়ে নেই । যতদিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে, তৃণমূল এবারের নির্বাচনে 42টি আসনের 42টিই পাবে । তাই BJP আর নির্বাচনে না লড়ে নাটক করছে । যে নাটক এর আগে দিলীপ ঘোষ, ভারতী ঘোষ, লকেট চ্যাটার্জিরা করেছেন । আজ সেই নাটক নীলাঞ্জন করছেন । BJP ডায়মন্ড হারবারে কোনও ভোট পাবে না ।"
গতকাল BJP প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে প্রায় 2 ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ । তল্লাশি চালিয়ে কিছু না পেলেও গাড়িটি আটক করে রাখে পুলিশ । এরপরই নীলাঞ্জন রায় অভিযোগ করেন, কলকাতা পুলিশ তল্লাশির নামে BJP প্রার্থীদের হেনস্থা করছে ।