পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক, পরিস্থিতি সামলাতে শনিবার ফ্রন্টের বৈঠকের ডাক বিমানের

বেশ কিছুদিন ধরেই ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির অভিযোগ, ফ্রন্টে শরিক দলগুলো পাত্তা পাচ্ছে না। নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে কেন শরিকদের অন্ধকারে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শরিকরা ।

বিমান বসু
বিমান বসু

By

Published : Jun 4, 2021, 4:17 PM IST

কলকাতা, 4 জুন : আলিমুদ্দিন স্ট্রিটে ক্ষোভের আগুন আছড়ে পড়ছে । গত সপ্তাহে বিধানসভা নির্বাচনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতৃত্ব বিপর্যয়ের জন্য দলের রাজ্য নেতৃত্বকে দায়ী করেছিল । এবার ফ্রন্টের অভ্যন্তরে ছড়াল বিদ্রোহের আগুন । যেখানে বিপর্যয়ের দায়ভার চাপিয়ে সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করানো যেমন হয়েছে, পাশাপাশি ফ্রন্ট ভেঙে বেরিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে । এরই মধ্যে শনিবার বিমান বসুর বৈঠক করার কথা ঘোষণা হতেই সেই ক্ষোভ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে ৷

বিধানসভা নির্বাচনের আগে সংযুক্ত মোর্চা গঠনে সিপিএম নেতৃত্ব দিয়েছিল । কংগ্রেসের সঙ্গে জোট এবং আইএসএফকে মোর্চায় সামিল করার বিষয়ে বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররাই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন । শুধু তাই নয়, নির্বাচনের আসন বণ্টনে বামফ্রন্টের শরিক দলগুলিকে কার্যত গুরুত্ব দেয়নি সিপিআইএম । এই নিয়ে গতমাসে ফ্রন্টের বৈঠকে শরিক দলগুলো বিপর্যয়ের কারণ হিসেবে সিপিএমের বিরুদ্ধে তোপ দেগেছিল । এবার তারা বামফ্রন্ট ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করেছে । আলিমুদ্দিনে ফরওয়ার্ড ব্লক দ্বিপাক্ষিক বৈঠকে ফ্রন্টের প্রয়োজনীয়তা ফুরিয়েছে বলে উষ্মা প্রকাশ করে ।

বেশ কিছুদিন ধরেই ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির অভিযোগ, ফ্রন্টে শরিক দলগুলো পাত্তা পাচ্ছে না। নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে কেন শরিকদের অন্ধকারে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শরিকরা । পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলাদা আলাদা ভাবে পর্যালোচনা করে ফ্রন্টের বৈঠক করার কথা বলেছিলেন । এবার ফরওয়ার্ড ব্লক দ্বিপাক্ষিক বৈঠকে সরব হতে ফের বিষয়টি অন্যমাত্রা পেয়েছে ।

আরও পড়ুন :আলাপনের উত্তর পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত, বলছে কেন্দ্র

শনিবার বামফ্রন্টের বৈঠক ডেকেছেন বিমান বসু । খবর জেনে ফরোয়ার্ড ব্লক শুধু ক্ষুব্ধ নয়, ফ্রন্ট ভেঙে দেওয়ার কথা বলেছেন । শনিবারের বৈঠকে হাজির থাকার বিষয়ে আপত্তি তোলে তারা । সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফরওয়ার্ড ব্লক অন্তর্ঘাতের অভিযোগ তুলেছে । ভোটের দিন অনেক সিপিএম নেতা কর্মী বাড়িতে বসেছিলেন বলে ফরওয়ার্ড ব্লক অভিযোগ করেছে । ফ্রন্টের নীচুতলার এই অনৈক্যের সুরে তারা ক্ষুব্ধ । তাই ফ্রন্ট ভেঙে দেওয়ার কথা বলেছেন । শনিবার বামফ্রন্টের বৈঠক । সেখানে পরিস্থিতি নিয়ে সবিস্তারে আলোচনা হবে । শরিক দলের নেতৃত্বের ক্ষোভ প্রশমনে উত্তর বিমান বসুরা কী দাওয়াই দেন, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details