পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোধোদয় হয়েছে গুরুংয়ের, উন্নয়ন হবে মমতার হাত ধরেই : শোভনদেব

"অবশেষে বিভিন্ন দল NDA ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসছে । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের উন্নয়ন করছেন এটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন । দার্জিলিংয়ের উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাতেই হাঁটতে হবে ।"

Sovondev
Sovondev

By

Published : Oct 21, 2020, 8:12 PM IST

কলকাতা, 21 অক্টোবর : "বিমল গুরুংয়ের নিশ্চিতভাবে বোধোদয় হয়েছে । সে যে রাস্তায় গিয়েছিল তা ধ্বংসাত্মক । সেই রাস্তায় দার্জিলিংয়ের উন্নয়ন হবে না । মমতার রাস্তায় হাঁটতে হবে ।" বিমল গুরুয়ের NDA ছাড়ার ঘোষণার পর বললেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ।

আজ কলকাতায় রোশন গিরিকে পাশে বসিয়ে গুরুং বলেন, " নরেন্দ্র মোদি কথার খেলাপ করেছেন । মমতাকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই।" শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "অবশেষে বিভিন্ন দল NDA ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসছে । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের উন্নয়ন করছেন এটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন । দার্জিলিংয়ের উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাতেই হাঁটতে হবে । যেভাবে মমতা জঙ্গলমহল থেকে পাহাড়- সারা রাজ্যের উন্নয়ন করছে তাকে সমর্থন করাটাই পাহাড়ের মানুষের স্বার্থরক্ষা করার কাজ হবে। না হলে ও যেভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে।"

গোর্খাল্যান্ডের দাবি মানা নিয়ে বিমল গুরুংয়ের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, "গোর্খাল্যান্ডের দাবি আলাদা করে মানার কোনও প্রশ্ন উঠছে না । মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগেই জানিয়ে দিয়েছেন । দার্জিলিংয়ের ভৌগলিক অবস্থান এমন যে সেখানে বাংলাকে ভাগ করার দাবি তিনি মেনে নেবেন না । নতুন কোনও পরিস্থিতিকে মানবেন না । বাংলাকে ভাগ হতে দেবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details