কলকাতা, 7 সেপ্টেম্বর: স্কুল যাওয়ার সময় পেরতে হয় প্রবল ভিড় । তার সঙ্গে যুদ্ধ করেই স্কুল যাওয়া । তবে এবার সেই ভিড় এড়াতে অভিনব আবিষ্কার এক পড়ুয়ার । স্ক্র্যাপের বাইক তৈরি করল যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র শুভ্রজ্যোতি রায় । পরিবেশবান্ধব সেই বাইক সুরক্ষা দেবে বিভিন্ন ক্ষেত্রে ৷ চুরি হওয়া থেকেও মিলবে সুরক্ষা।
করোনাকালে লকডাউনের সময়েই নতুন কিছু করার ভাবনা মাথায় আসে শুভ্রজ্যোতির । প্রথমে পরিবেশবান্ধব সাইকেল তৈরি করার কথা ভাবে সে । সাইকেল তৈরি করলেও তাতে বাবা-মাকে বসিয়ে ঘোরানোর শখ মেটেনি । তাই মাথায় আসে বাইক তৈরির ভাবনা । কিন্তু সেই বাইক তৈরি করতে গেলেও দরকার প্রচুর অর্থের । যা দেওয়া সম্ভব নয় শুভ্র’র পরিবারের । শুভ্রজ্যোতি বলে, ‘‘গবেষণার জন্য টাকা দেওয়ার পর বেশি খরচ সম্ভব ছিল না । তাও একটা মোটামুটি হালকা একটা বাইক আমরা নিয়েছিলাম ৷ কারণ ইলেকট্রিক বাইক যত হালকা হবে তত ভালো । মল্লিকবাজার থেকে স্ক্র্যাপ এর জিনিসপত্র সংগ্রহ করে শুরু হয় ইলেকট্রনিক বাইক তৈরি ।’’