ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan Bhattacharya: পেসমেকার বসল বিকাশরঞ্জনের বুকে, দ্রুত আরোগ্য কামনা শুভেন্দু-কুণালের - কুণাল ঘোষ

Bikash Ranjan Bhattacharya Hospitalised: পেসমেকার বসল সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে ৷ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ ৷

Bikash Ranjan Bhattacharya
বিকাশরঞ্জন ভট্টাচার্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 11:53 AM IST

Updated : Oct 20, 2023, 12:02 PM IST

কলকাতা, 20 অক্টোবর:পেসমেকার বসল কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে । আচমকাই অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানে গতকালই তাঁকে পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসকেরা । সেই মতোই মহাপঞ্চমীর সন্ধেয় 71 বছরের সিপিএম সাংসদের বুকে পেসমেকার বসানো হয় । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

হাসপাতাল সূত্রে খবর, কিছুদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । বৃহস্পতিবার তাঁর নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি । তারপরেই তাঁর পরিবারের লোকেরা তাঁকে ভর্তি করেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে চিকিৎসক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র । তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় । ইসিজি ও অন্যান্য রিপোর্টে সমস্যা দেখা দেওয়ায় পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসক । তারপরেই সন্ধেতে পেসমেকার বসানো হয় তাঁর বুকে । জানা গিয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা আগের থেকে বেশ ভালো প্রাক্তন মেয়রের ।

বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম সব থেকে বেশি চর্চিত । যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য তিনি অবিরাম লড়ে চলেছেন । তবে রাজনৈতিক ভেদাভেদ থাকলেও প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তির সুস্থতা চেয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ।

শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) শুভেন্দু অধিকারী প্রাক্তন মেয়রের পেসমেকার বসানোর কথা জানান । তিনি লেখেন, "রাজ্যসভার সাংসদ এবং কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পেসমেকার বসানো হয়েছে । আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি তাঁকে দ্রুত আদালতে দেখতে পাব ।"

বিকাশরঞ্জন ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি । রাজনৈতিক মতপার্থক্য তীব্রভাবেই থাকবে । কিন্তু আপনি আগে সুস্থ হয়ে উঠুন ।"

আরও পড়ুন:নারদে গ্রেফতারি, পৌর নিয়োগ দুর্নীতিতে জেরা লজ্জার; ফিরহাদকে তোপ বিকাশের

Last Updated : Oct 20, 2023, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details