কলকাতা, 23 জানুয়ারি:কৃষি ক্ষেত্রে এরাজ্যের সাফল্য থেকে শিক্ষা নিতে চায় প্রতিবেশী বিহার । তাই পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের কৃষিমন্ত্রী কুমার সরবজিৎ । সোমবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে ছিল সরকারি ছুটি ৷ কিন্তু এই ছুটির দিনেও নবান্নে বৈঠক করলেন দুই রাজ্যের কৃষি মন্ত্রী (Bihar agriculture minister in Bengal) ।
প্রসঙ্গত কৃষি ক্ষেত্রে সাফল্যের জন্য এবছর জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছে বাংলা । এখানেই শেষ নয় ধান, তৈলবীজ-সহ ক্ষুদ্রচাষে এই মুহূর্তে দেশে বাংলার স্থান প্রথমে ৷ কৃষকদের আয় বৃদ্ধিতেও এরাজ্য রয়েছে প্রথমে ৷ অন্তত এমনটাই দাবি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ কৃষি ক্ষেত্রে রাজ্যের এই নানাবিধ সাফল্য নজর কেড়েছে বিহারের ৷ আর সে কারণেই রাজ্যের সাফল্য থেকে শিক্ষা নিতে চাইছেন বিহারের কৃষিমন্ত্রী ।
কুমার সরবজিৎয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এদিন এরাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এরাজ্যের কৃষিক্ষেত্রের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে জানতে চান বিহারের মন্ত্রী। এখানে যেভাবে ওই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কৃষকরা, তাতে বিহারও আগ্রহী । এই বিষয়েই মূলত এদিন আলোচনা হয় দুই রাজ্যের মন্ত্রীর মধ্যে (Bihar agriculture minister meets Sovandeb Chatterjee) ৷