পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bihar Minister Visits Bengal: কৃষিতে বাংলার সাফল্যে উৎসাহিত, নবান্নে শোভনদেবের সঙ্গে বৈঠকে বিহারের কৃষিমন্ত্রী - রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

কৃষিক্ষেত্রের উন্নয়নে বাংলা থেকে শিক্ষা নিতে চায় বিহার ৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বিহারের কৃষিমন্ত্রীর (Bihar agriculture minister at Nabanna) ৷

ETV Bharat
শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের কৃষিমন্ত্রী

By

Published : Jan 23, 2023, 10:39 PM IST

কলকাতা, 23 জানুয়ারি:কৃষি ক্ষেত্রে এরাজ্যের সাফল্য থেকে শিক্ষা নিতে চায় প্রতিবেশী বিহার । তাই পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের কৃষিমন্ত্রী কুমার সরবজিৎ । সোমবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে ছিল সরকারি ছুটি ৷ কিন্তু এই ছুটির দিনেও নবান্নে বৈঠক করলেন দুই রাজ্যের কৃষি মন্ত্রী (Bihar agriculture minister in Bengal) ।

প্রসঙ্গত কৃষি ক্ষেত্রে সাফল্যের জন্য এবছর জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছে বাংলা । এখানেই শেষ নয় ধান, তৈলবীজ-সহ ক্ষুদ্রচাষে এই মুহূর্তে দেশে বাংলার স্থান প্রথমে ৷ কৃষকদের আয় বৃদ্ধিতেও এরাজ্য রয়েছে প্রথমে ৷ অন্তত এমনটাই দাবি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ কৃষি ক্ষেত্রে রাজ্যের এই নানাবিধ সাফল্য নজর কেড়েছে বিহারের ৷ আর সে কারণেই রাজ্যের সাফল্য থেকে শিক্ষা নিতে চাইছেন বিহারের কৃষিমন্ত্রী ।

কুমার সরবজিৎয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এদিন এরাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এরাজ্যের কৃষিক্ষেত্রের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে জানতে চান বিহারের মন্ত্রী। এখানে যেভাবে ওই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কৃষকরা, তাতে বিহারও আগ্রহী । এই বিষয়েই মূলত এদিন আলোচনা হয় দুই রাজ্যের মন্ত্রীর মধ্যে (Bihar agriculture minister meets Sovandeb Chatterjee) ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন

তবে রাজ্যের কৃষিতে সাফল্য নিয়ে শুধু যে বিহারই আগ্রহী তেমনটা নয় ৷ কয়েকদিন আগেই এরাজ্যে এসে ঘুরে গিয়েছেন ওড়িশার প্রতিনিধিরা । যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার দুই আধিকারিক নবান্নে এসে কৃষি দফতরের সচিব ওঙ্কার সিং মিনা-সহ রাজ্যের কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন । হাওড়া জেলা ঘুরে কৃষি আধিকারিকের অফিসে গিয়ে বিমার খুঁটিনাটি বুঝে গিয়েছেন তাঁরা ।

এবার এলেন বিহারের কৃষিমন্ত্রী । তৃণমূলের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে বাংলার কৃষি ব্যবস্থার সাফল্য যে নজর কাড়ছে এগুলি তারই প্রমাণ। বাংলার সাফল্য হাতেকলমে শিখতে তাই প্রতিবেশি রাজ্য থেকে মন্ত্রী-আমলারা আসছেন ৷ কারও আগ্রহ বাংলার চাষীদের চাষের কাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি নিয়ে, কেউ জানতে চাইছেন সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে ৷ কেউ আবার আগ্রহী কীভাবে কৃষকের আয় বৃদ্ধি করা যায় তা নিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details