কলকাতা, 22 মে : যশের মোকাবিলায় প্রস্তুত বিধাননগর পৌরনিগম । আর সেই প্রস্তুতি নিয়ে আজ জরুরি বৈঠক করল বিধাননগর পৌরনিগম । উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তী, প্রশাসকমন্ডলীর সদস্যরা, বিধান নগর কমিশনার, জয়েন্ট কমিশনার, অর্থ আধিকারিক সহ অনেকেই।
গতবার আমফান ঝড়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা রাজ্য সহ বিধাননগর পৌরনিগম এলাকায়, মূলত তা নিয়েই বৈঠক ছিল ৷ বৈঠকের পর সাংবাদিকদের এমনই জানালেন বিধাননগর পৌরনিগম প্রশাসক মণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ঝড় পরবর্তীতে বড় বড় গাছ পড়ে হাসপাতাল, নার্সিংহোম, ইলেকট্রিক সাপ্লাই, জলের ট্যাঙ্ক সহ প্রথম সারির জরুরি পরিষেবায় যাতে খুব বেশি প্রভাব না পরে তার জন্য ইলেকট্রিক কাটার সহ বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে ৷ এর জন্য তৈরি থাকবে দু'টি টিম । একটি টিম 1 থেকে 27 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজারহাট-নিউটাউন এলাকায় থাকবে । দ্বিতীয় টিম 28 থেকে 41 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় থাকবে ।
পাশাপাশি, রাজারহাট-নিউটাউন এলাকায় প্রচুর জল জমে । বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলা হয়েছে যেমন ভিআইপি রোডে যাতে জল না জমে সেই দিকটা পূর্ত দফতর দেখে নেবে । অন্যদিকে, বাগজোলা খাল-সহ বিভিন্ন আবাসনে যাতে জল না জমে সেদিকে দেখবে সেচ দফতর । এবং হিডকো, হলদিরাম থেকে সিটি সেন্টার 2 পর্যন্ত প্রয়োগ প্রণালী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন দু‘টি পাম্প বসানো হবে ।
যশ মোকাবিলায় প্রস্তুত বিধাননগর, জানালেন কৃষ্ণা চক্রবর্তী
গতবার আমফান ঝড়ে যেভাবে গোটা রাজ্য সহ বিধাননগর পৌরনিগম এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, মূলত তা নিয়েই আজ একটি বৈঠক ছিল ৷ বৈঠকের পর সাংবাদিকদের এমনই জানালেন বিধাননগর পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ঝড় পরবর্তীতে বড় বড় গাছ পড়ে হাসপাতাল, নার্সিংহোম, ইলেকট্রিক সাপ্লাই, জলের ট্যাঙ্ক সহ প্রথম সারির জরুরি পরিষেবায় যাতে খুব বেশি প্রভাব না পরে তার জন্য ইলেকট্রিক কাটার সহ বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে ৷ এর জন্য তৈরি থাকবে দু'টি টিম ।
যশের জন্য প্রস্তুত বিধাননগর, জানালেন কৃষ্ণা চক্রবর্তী
আরও পড়ুন,যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি
বিধাননগর পৌরনিগমের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ 24 ঘণ্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুম । নম্বর 6292234126 ৷ ফোন করলেই সমস্ত রকম সহযোগিতা করা হবে ।