কলকাতা, 3 মার্চ: ভবানীপুরে (Bhowanipore murder case) গেস্ট হাউসে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যকে খুনের পর, অভিযুক্ত বিমল শর্মা গুজরাতের একটি হোটেলের ফোন নম্বর গোলাপি রঙের একটি কাগজে (police solves mystery from a pink paper) লিখে রেখেছিল । পরে নিজের ফোনে সেই নম্বরটি সেভ করে খুনের কোনও রকম চিহ্ন না রাখার জন্যই কাগজটি ছিঁড়ে ফেলে সে । তবে কাগজটি ছিঁড়ে কুচি কুচি করে ফেললে, হয়তো এত তাড়াতাড়ি গোটা ঘটনার যবনিকাপতন করা সম্ভব হত না গোয়েন্দাদের পক্ষে ।
গোলাপি রঙের কাগজটি একবারই ছিঁড়ে ভুল করে ওই টেবিলেই ফেলে আসে অভিযুক্ত । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর তদন্তকারী আধিকারিকরা ওই গোলাপি রঙের কাগজটি ভালো ভাবে জোড়া লাগান । তখনই বোঝা যায় ছোট ছোট অক্ষরে দশটি নম্বর লেখা রয়েছে তাতে । বোঝা যায়, সেটি একটি ফোন নম্বর । এরপরই লাগাতার ওই ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে অবশেষে জানা যায় নম্বরটি একটি হোটেলের ৷ সেই হোটেল রয়েছে গুজরাতের আমেদাবাদে ।
আরও পড়ুন:Bhowanipore Murder Case: ভবানীপুরে স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ