- বিকেল পাঁচটা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে 53.32 শতাংশ ৷
- সামশেরগঞ্জে ভোট পড়েছে 78.60 শতাংশ ৷
- জঙ্গিপুরে ভোট পড়েছে 76.12 শতাংশ ৷
West Bengal Election : বিকেল 5টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার 53.32 শতাংশ - Bhabanipur Bye Election
17:28 September 30
ভবানীপুরে উপনির্বাচন সহ ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে ৷ তবে সব নজর ভবানীপুর উপনির্বাচনের দিকে ৷ ওই কেন্দ্রে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ এই হাইভোল্টজ কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ ভোটের ফলাফল 3 অক্টোবর ৷
17:20 September 30
- বিকেল 5টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে 53.32 শতাংশ ৷
16:37 September 30
- কল্যাণ চৌবের গাড়িতে হামলার অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করল কমিশনের ৷
15:27 September 30
- দুপুর তিনটে পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে 48.08 শতাংশ ৷
- সামশেরগঞ্জে ভোট পড়েছে 72.45 শতাংশ ৷
- জঙ্গিপুরে ভোট পড়েছে 68.17 শতাংশ ৷
14:11 September 30
- ডিইও সাউথ অবনীন্দ্র সিং ভবানীপুরের 23টি কেন্দ্রের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ৷
14:11 September 30
- 151, 160, 162, 172 নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ খারিজ করল কমিশন ৷
14:08 September 30
- দুপুর 1টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার 35.97 শতাংশ ৷ সামশেরগঞ্জে ভোট পড়েছে 35.97 শতাংশ ৷ দুপুর 1টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার 53.78 শতাংশ ৷
12:56 September 30
- রমেশ মিত্র স্কুল এবং ভবানীপুর এডুকেশন সোসাইটিতে ব্যাপক রিগিংয়ের অভিযোগ ৷
12:55 September 30
- 161, 162, 153, 154, 155, 156, 159-এ চূড়ান্ত রিগিংয়ের অভিযোগ ৷
12:55 September 30
- ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কনভয় যাওয়া নিয়ে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ ৷
12:54 September 30
- 70 নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে রিপোর্ট তলব কমিশনের ৷ প্রিসাইডিং অফিসারকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ ৷
12:54 September 30
- ভবানীপুর কেন্দ্রের 23টি বুথ থেকে কমিশন 41টি অভিযোগ পেয়েছে ৷
12:53 September 30
- অভিযোগ অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম ৷
12:53 September 30
- ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভোট চলা পর্যন্ত দুজনকে নজরবন্দি করার আবেদন বিজেপির ৷
11:50 September 30
- ভবানীপুরে ভোট দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷
11:47 September 30
- সকাল 11টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল 21.73 শতাংশ ৷ সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছে যথাক্রমে 40.23 এবং 36.11 শতাংশ ৷
10:41 September 30
- বিজেপির ইভিএম জ্যামের অভিযোগ নাকচ করে দিল কমিশন ৷
10:39 September 30
- ভবানীপুর কেন্দ্রে 200 মিটারের মধ্যে ধাবা খোলার অভিযোগ জানিয়েছিল বিজেপি ৷ ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন ৷ অভিযোগ পাওয়ার পর ধাবা বন্ধ করে দেওয়া হল ৷
10:19 September 30
- সামশেরগঞ্জে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে । দুটি ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে । খতিয়ে দেখছে কমিশন ।
09:46 September 30
- সকাল 9টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে 7.57 শতাংশ ৷ সামসেরগঞ্জে বিধানসভা কেন্দ্রে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 16.32 শতাংশ ৷ জঙ্গিপুরে ভোট পড়েছে 17.51 শতাংশ ৷
09:04 September 30
- ভবানীপুর কেন্দ্রে 200 মিটারের মধ্যে দোকান খোলা রাখার অভিযোগে রিপোর্ট তলব করল কমিশন ৷
08:37 September 30
- 144 ধারার মধ্যে অনেক বুথের মধ্যেই দোকানপাট খোলা রাখা, জমায়েত করার অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন তিনি ৷
08:37 September 30
- বেশ কিছু বুথের বাইরে জমায়েত করার অভিযোগ তুলেছেন ভবানীপুরের বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ মদন মিত্র বুথ জ্যাম করছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷
08:15 September 30
- সকাল থেকে ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরছেন পুলিশ পর্যবেক্ষক ৷
07:24 September 30
- সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সকাল 10টা নাগাদ ভবানীপুর বিধানসভার 74 নম্বর ওয়ার্ডে সেন্ট থমাস স্কুলে ভোট দেবেন ।
07:24 September 30
- দুপুর 1 টা নাগাদ ভোট দেবেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস । 196 নং বুথ, বকুলবাগান প্রাইমারি স্কুলে ভোট দেবেন তিনি ৷
07:17 September 30
- সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তিনি বলেন, আমরা আশা করছি স্বচ্ছ ভোট হবে ৷
07:09 September 30
- ভবানীপুরে শুরু হল ভোটগ্রহণ ৷ সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷
06:47 September 30
- সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন ঘোষ এবং সিপিএম প্রার্থী মোদাসসের হোসেন ৷ কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন জইদুর রহমান ৷ সামসেরগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 35 হাজার 511 ।
06:47 September 30
- জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন ৷ বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন সুজিত দাস ৷ আরএসপি প্রার্থী জানে আলম মিঞাঁ ৷ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 54 হাজার 715 ।
06:35 September 30
- জঙ্গিপুরে 363টি ও সামশেরগঞ্জে 329 টি বুথ করা হয়েছে । জঙ্গিপুরে 18 ও সামশেরগঞ্জে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷
06:34 September 30
- সকাল সাতটা থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভবানীপুরে 38টি জায়গায় থাকবে পুলিশ পিকেটিং ৷
06:34 September 30
- ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 287টি বুথের জন্য হাফ সেকশন অর্থাৎ 3 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে ৷ এছাড়া এলাকায় টহল দেবে 'কুইক রেসপন্স টিম' । বুথের বাইরে ও পুরো এলাকার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশ ৷ ভবানীপুরে রয়েছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
06:31 September 30
- ভোটের 48 ঘণ্টা আগে থেকে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করেছে কমিশন । কেন্দ্রের সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে ৷
06:23 September 30
- ভোট ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ৷
06:07 September 30
- সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ ৷ চলবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ৷