কলকাতা, 3 সেপ্টেম্বর : যোগ্যতা অনুসারে সর্বভারতীয় বেতনক্রমে বেতন দেওয়া হচ্ছে না ৷ রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই এখনও পর্যন্ত দূর হয়নি বেতন বৈষম্য ৷ এই অভিযোগে শিক্ষক দিবসে সব সরকারি অনুষ্ঠান বয়কটের পাশাপাশি রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন (BGTA) ।
"লোক দেখানো", শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট BGTA-র - Teacher
সর্বভারতীয় ক্রমে বেতন না পাওয়ার প্রতিবাদে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কটের ডাক দিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন (BGTA) ।
গ্র্যাজুয়েট শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, বেতনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তাঁরা ৷ BGTA-র রাজ্য কমিটির সদস্য রত্নদ্বীপ সামন্ত বলেন, ভারতে দুই ধরনের বেতন স্কেল আছে । একটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল (PGT) ও অন্যটি ট্রেনড গ্র্যাজুয়েট টিচার স্কেল (TGT) । রাজ্যের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক-শিক্ষিকারা সর্বভারতীয় PGT স্কেল অনুসারে বেতন পান । তাঁদের গ্রেড পে 4 হাজার 800 টাকা ৷ পাশাপাশি, শুধু এরাজ্যেই TGT স্কেলের যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষিকাদের পাস গ্র্যাজুয়েট টিচার স্কেলের অধীনে রাখা হয় ৷ তাদের 4 হাজার 100 টাকা গ্রেড পে দেওয়া হয় ৷ অথচ TGT স্কেল অনুযায়ী তাঁদের গ্রেড পে হওয়া উচিত 4 হাজার 600 টাকা ৷ এই বৈষম্য দূর করতে সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে 16টি মামলা দায়ের করা হয়েছে ৷ একটি মামলায় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানান, BGTA-র সব দাবি ন্যায্য । অর্থ দপ্তর এবং বেতন কমিশনের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয় ৷
এরপরও সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ BGTA-র ৷ দাবি পূরণের জন্য শুক্রবার একটি সমাবেশ করে তারা ৷ তাদের দাবিকে মান্যতা দেওয়ার জন্য সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা দেওয়া হয় ৷ এরই মধ্যে শিক্ষক দিবসে সব সরকারি অনুষ্ঠান বয়কটের পাশাপাশি রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে BGTA-র তরফে ৷ সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, "শিক্ষকদের TGT স্কেল প্রদান, সরকারি কর্মচারীদের ন্যায় সামাজিক সুরক্ষার মতো বিভিন্ন দাবিগুলিকে দিনের পর দিন অগ্রাহ্য করছে সরকার । অথচ শিক্ষক দিবস উপলক্ষে লোক দেখানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষিকারা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেদের স্কুলের অনুষ্ঠান ছাড়া সব সরকারি অনুষ্ঠান বয়কট করা হবে ।" BGTA-র রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, "বৃহস্পতিবার রাজ্যজুড়ে গ্র্যাজুয়েট শিক্ষকরা কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করবেন । হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেতন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা ফের হাইকোর্টে যাব ৷ আন্দোলনেও নামব ।"