কলকাতা, 11 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day Celebration) কুচকাওয়াজে উপেক্ষিত নেতাজি। মোদি সরকার ক্ষমতায় আসার পর এই দেশনেতার জন্মের 125 বছর পালন করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছিল ৷ এবার স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে প্রজাতন্ত্র দিবসের থিম 'আজাদি কা অমৃত মহোৎসব।' অথচ সেই প্রদর্শন থেকে উপেক্ষিত নেতাজি। আরও ভাল করে বললে হয়, উপেক্ষিত বাংলা।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাংলার জন্য উপেক্ষা কোনও নতুন ঘটনা নয়। একবার, দু'বার নয় গত কয়েক বছরে বারবার বাংলার ট্যাবলোকে উপেক্ষা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। কখনও 'কন্যাশ্রী', কখনও বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে তৈরি ট্যাবলো বাদ পড়েছে কেন্দ্রের বদান্যতায়। বর্তমান গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে এবারও উপেক্ষিত হতে চলেছে বাংলা। একইসঙ্গে উপেক্ষিত হতে চলেছেন নেতাজিও। ইতিমধ্যেই জানুয়ারির প্রথম সপ্তাহ অতিবাহিত। হাতে সময় কম। আগামী 23 জানুয়ারি হতে চলেছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত প্রস্তুতি অনুষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় হল, এখনও পর্যন্ত এই চূড়ান্ত প্রস্তুতিতে ডাক পায়নি রাজ্য সরকার। ট্যাবলো সংক্রান্ত পাঁচটি বৈঠকের পর আর ডাক পায়নি পশ্চিমবঙ্গ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল বাংলার ট্যাবলো।