কলকাতা, 15 জুন : রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার তা নিয়েই রাজ্যপালকে নিশানা করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর ৷ স্বরাষ্ট্র দফতরের থেকে একাধিক টুইট করা হয় ৷ টুইটে রাজ্যপালের দেওয়া চিঠি নিয়ে রাজ্য সরকার হতাশা প্রকাশ করেছে ৷ ধনকড়ের চিঠিকে 'অতিরঞ্জিত'ও বলা হয় স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ৷
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় পাতার একটি চিঠি দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ চিঠির শুরুতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান জানতে চান রাজ্যপাল ৷ তাঁর দাবি, একুশের ভোট পর্ব মেটার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ বহু মানুষ খুন হয়েছেন, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, মহিলাদের সম্ভ্রমহানি করা হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী নীরব থেকেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে তিনি যে অত্যন্ত ব্যথিত, তা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন রাজ্যপাল ৷
চিঠিতে ধনকড় আরও অভিযোগ করেন, আক্রান্তদের পাশে দাঁড়াতে সরকারের তরফে কোনও উদ্যোগই নেওয়া হয়নি ৷ এমনকি নতুন সরকার গঠনের পর এখনও পর্যন্ত মন্ত্রিসভার কোনও বৈঠকেও মুখ্যমন্ত্রীকে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বলে অভিযোগ করেন ধনকড় ৷ রাজ্যপালের মতে, এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৷ যা গণতন্ত্রের কাছে অত্যন্ত লজ্জার ৷ ধনকড়ের ভাষায় স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এত করুণ পরিস্থিতি রাজ্যে আগে কখনও তৈরি হয়নি ৷