কলকাতা, 17 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগেই বড় সচিব পর্যায়ে বদল হল নবান্নে । এক নয়, একাধিক দফতরের সচিব পর্যায়ে বদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে সরকারের তরফ থেকে এই রদবদলকে ভোটকেন্দ্রিক নয়, বরং রুটিন হিসাবেই বলা হয়েছে ।
উল্লেখ্য, নবান্নের (Nabanna) তরফ থেকে যে তালিকা হাতে পাওয়া গিয়েছে, তাতে সব থেকে গুরুত্বপূর্ণ নাম পি বি সেলিম । রাজ্যের এই আমলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই আস্থাভাজন বলে পরিচিত । বরাবরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে থেকেছেন ৷ এ দিন রদবদলে তাঁকে সমবায় দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হল । তিনি এখন কর্মসূচি রূপায়ণ দফতর ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ে সচিব পদে আছেন । একই সঙ্গে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমেরও এমডি তিনি ।
কারা দফতরের নতুন সচিব হলেন জগদীশ প্রসাদ মিনা । তিনি সমবায় দফতরের সচিব ছিলেন । রবি ইন্দর সিং স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রধান সচিব হচ্ছেন । তিনি কারা দফতরের প্রধান সচিব ছিলেন । শিল্প দফতরের সচিব হচ্ছেন পি মোহন গান্ধি । মাইনিং ও মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বর পাশাপাশি তিনি এই পদ সামলাবেন । মৎস্য উন্নয়ন নিগমের এমডি হলেন ড. বিশ্বনাথ । এত দিন এই দফতরের দায়িত্বে ছিলেন অরবিন্দ সিংহ । মৎস্য উন্নয়ন নিগমের অধিকর্তার পাশাপাশিই এখন এই বাড়তি দায়িত্বও পালন করবেন বিশ্বনাথ ।