কলকাতা, 5 অক্টোবর: পুজোর পর স্কুল খোলার (Schools Re-opening) প্রস্তুতির দিকে আরও এক ধাপ এগোল রাজ্য । করোনাকালে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি । টানা প্রায় দেড় বছরের উপর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি । তাই সেগুলির মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হল । আজ একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর ।
প্রায় 109,42,37,133 টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর (Bengal finance department)। এই তালিকার মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল । এই টাকা বিভিন্ন স্কুল মেরামতের কাজে ব্যবহার করা হবে । স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে 6,468টি স্কুলবাড়ি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ঘূর্ণিঝড় আমফান তারপর যশ ও বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত স্কুলেরই । কোথাও কম । কোথাও বেশি । শহরের স্কুলগুলি তেমন ক্ষয়ক্ষতি না-হলেও জেলার বহু স্কুলের কোথাও ছাদ খসে পড়েছে ৷ আবার কোথাও দেওয়ালে ফাটল দেখা দিয়েছে । জানা গিয়েছে যে, শিক্ষা দফতর কালীপুজোর মধ্যেই স্কুলগুলিকে উপযোগী করে তোলার বিষয়ে জোর দেওয়া হচ্ছে ।
আরও পড়ুন:Lakhimpur Kheri violence : মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল
এই বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "পরিকাঠামো নির্মাণের অর্থ দফতরের বরাদ্দকৃত টাকা দ্রুত বিদ্যালয় এবং মাদ্রাসার অনুকূলে না-পাঠালে পুজোর ছুটির পর পঠন পাঠন শুরু করা অসম্ভব হয়ে পড়বে ।"