পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেন্ড অনুযায়ী ডাবল ডিজিট পেরোচ্ছে না বিজেপি, 191 আসনে এগিয়ে তৃণমূল

অষ্টম দফার ভোটগ্রহণ শেষে অধিকাংশ সমীক্ষায় প্রকাশ পেয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী ৷ তবে টুডেজ় চাণক্য়-র সমীক্ষায় প্রকাশ হয়েছিল প্রায় 180টি আসন নিয়ে রাজ্য়ে তৃতীয়বারের জন্য় ক্ষমতায় আসছে তৃণমূল ৷

result
ভোট ফল

By

Published : May 2, 2021, 11:41 AM IST

কলকাতা, 2 মে : তাহলে কি প্রশান্ত কিশোরের ভবিষ্য়ৎবাণী মিলতে চলেছে ৷ বেলা 11টা পর্যন্ত ভোট গণনার যা ট্রেন্ড, তাতে সেই ভবিষ্য়ৎবাণীই সত্যি হতে চলেছে ৷

গত ডিসেম্বরে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর টুইট করে জানিয়েছিলেন, ডাবল ডিজিট পেরতে পারবে না বিজেপি ৷ বেলা 11টা পর্যন্ত যা ফল প্রকাশ হয়েছে তাতে 96টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷ এবং তৃণমূল এগিয়ে রয়েছে 191টি আসনে ৷

অষ্টম দফার ভোটগ্রহণ শেষে অধিকাংশ সমীক্ষায় প্রকাশ পেয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী ৷ তবে টুডেজ় চাণক্য়-র সমীক্ষায় প্রকাশ হয়েছিল প্রায় 180টি আসন নিয়ে রাজ্য়ে তৃতীয়বারের জন্য় ক্ষমতায় আসছে তৃণমূল ৷

আরও পড়ুন-নেত্রী পিছিয়ে নন্দীগ্রাম, সিঙ্গুরে এগিয়ে তৃণমূল

এখনই ক্য়ামেরার সামনে কোনও তৃণমূল নেতা সেভাবে মন্তব্য় করতে না চাইলেও, তৃণমূলের অধিকাংশ নেতাই জয়ের বিষয়ে আত্মবিশ্বসী ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় কালীঘাটের বাড়ি থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে জানিয়েছে, "আমরাই জিতছি ৷ চিন্তার কোনও কারণ নেই ৷" পাশাপাশি শেষ দফা গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে চলে না যাওয়ার পরামর্শ দেন তিনি ৷

গণনা শুরু হতেই আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে ৷ প্রাপ্ত ভোটের নীরিখে 50 শতাংশের বেশি ভোট নিজেদের দখলে আনতে পেরেছে তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, পোস্টাল ব্য়ালটেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details