কলকাতা, 31 মার্চ : একসময় যাদের হাতে সমগ্র মেদিনীপুরের চাবিকাঠি ছিল আজ তারাই নির্বাচন যুদ্ধে তৃতীয় পক্ষ । বঙ্গ মসনদ যুদ্ধে শাসক তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী বিজেপি যখন চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলছে তখন সংযুক্ত মোর্চার ভরসা মানুষের বিবেক, গত দশবছরে রাজ্যের উন্নতি ঘিরে প্রবঞ্চনার ছবি । বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএমের হেড কোয়ার্টারে বসে মহম্মদ সেলিম বলছেন এই নির্বাচন মানুষের বাঁচার লড়াই ।
তিনি বলেন,"যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই মুদ্রার দুই পিঠ হয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে সেখানে মানুষের জন্য লড়াই করার কথা বলছে একমাত্র সংযুক্ত মোর্চার প্রার্থীরা । অথচ রাজ্যের নির্বাচন ঘিরে বহিরাগতদের অবাধ উপস্থিতি এবং তা শাসক দল অবগত । সব কিছু দেখে জেনেও প্রশাসন চুপ করে রয়েছে । বহিরাগতর তালিকায় শাহিনবাগ আন্দোলন এক ঘণ্টায় থামিয়ে দেওয়ার কথা বলা ব্যক্তিও রয়েছেন । রয়েছেন রাজ্য প্রশাসন অবগত হওয়া সত্ত্বেও । পাশাপাশি ভোট টানার খেলায় বিপুল পরিমাণ অর্থ ছড়ানো হচ্ছে ।"