পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহিরাগতদের নজরে রাখুন, বললেন সেলিম - বহিরাগতদের নজরে রাখার নির্দেশ সেলিমের

বহিরাগতদের নজরে রাখার কথা বললেন সিপিএম নেতা মহম্মদল সেলিম । তিনি বলেন,"যদি গুন্ডামি দিয়ে ভোট হয় তবে গুন্ডারাজ চলে । গুন্ডামির চেষ্টা গতবারে হয়েছিল । এবার নজর রাখুন । বর্তামানে নজর না দিলে ভবিষ্যৎ কথা বলবে ।"

bengal election 2021
সিপিএম নেতা মহম্মদল সেলিম

By

Published : Mar 31, 2021, 10:45 PM IST

কলকাতা, 31 মার্চ : একসময় যাদের হাতে সমগ্র মেদিনীপুরের চাবিকাঠি ছিল আজ তারাই নির্বাচন যুদ্ধে তৃতীয় পক্ষ । বঙ্গ মসনদ যুদ্ধে শাসক তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী বিজেপি যখন চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলছে তখন সংযুক্ত মোর্চার ভরসা মানুষের বিবেক, গত দশবছরে রাজ্যের উন্নতি ঘিরে প্রবঞ্চনার ছবি । বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএমের হেড কোয়ার্টারে বসে মহম্মদ সেলিম বলছেন এই নির্বাচন মানুষের বাঁচার লড়াই ।

তিনি বলেন,"যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই মুদ্রার দুই পিঠ হয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে সেখানে মানুষের জন্য লড়াই করার কথা বলছে একমাত্র সংযুক্ত মোর্চার প্রার্থীরা । অথচ রাজ্যের নির্বাচন ঘিরে বহিরাগতদের অবাধ উপস্থিতি এবং তা শাসক দল অবগত । সব কিছু দেখে জেনেও প্রশাসন চুপ করে রয়েছে । বহিরাগতর তালিকায় শাহিনবাগ আন্দোলন এক ঘণ্টায় থামিয়ে দেওয়ার কথা বলা ব্যক্তিও রয়েছেন । রয়েছেন রাজ্য প্রশাসন অবগত হওয়া সত্ত্বেও । পাশাপাশি ভোট টানার খেলায় বিপুল পরিমাণ অর্থ ছড়ানো হচ্ছে ।"

সিপিএম নেতা মহম্মদল সেলিম

এই বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাজে অভিযোগ জমা করা হয়েছে বলে সেলিম জানিয়েছেন । তা করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে । তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ধর্ম জাতপাত নিয়ে ভয়ঙ্কর খেলা খেলছে । এই বিষয়ে কারওর অবস্থান প্রকট আর কারওর অবস্থান নরম । অন্যদিকে সংযুক্ত মোর্চা মানুষের অধিকার, যুবকদের চাকরি না পাওয়ার যন্ত্রণার কথা বলে চ্যালেঞ্জ ছুড়ছে । যেখানে গত সাত বছরে রাজ্যের বিভিন্ন দূর্নীতির তদন্তে কেন্দ্রীয় দল আসেনি ।অথচ এখন কেন্দ্রীয় চাপানউতোর চলছে । তাই বহিরাগত এবং অর্থের যোগানের কড়া নজরদারি রাখতে হবে । বললেন বাম নেতা মহম্মদ সেলিম ।

আরও পড়ুন : বহিরাগত তত্ত্বে মমতার সুর বিমানের গলায়

ABOUT THE AUTHOR

...view details