কলকাতা, 10 এপ্রিল : আগামীকাল শীতলকুচি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি ৷ পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে ৷
শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তৃণমূল । তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন এবং সৌগত রায় । 4 জনের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সৌগত রায়, "এর আগে কোনওদিন এরকম পরিস্থিতি তৈরি হয়নি । কয়েকদিন আগেই নির্বাচন কমিশন এলাকার এসপি, ডিসিকে বদলি করে । সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি । ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, "এই এলাকায় বিজেপির ক্ষমতা নেই । তাই অমিত শাহের নির্দেশে সাধারণ নিরীহ মানুষদের উপর গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ।"
আরও পড়ুন : বিজেপি হেরে গিয়েছে বলে ভোটারদের গুলি করে মারছে : মমতা
সুব্রত মুখোপাধ্যায় বলেন, "গুলি চালিয়ে সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করতে চাইছে বিজেপি । অমিত শাহের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে এই তৃণমূল সমর্থকদের । যাতে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয় ৷ এটা সুপরিকল্পিত ঘটনা । যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । বাংলার জন্য এটা লজ্জাজনক দিন ।" সুব্রত মুখোপাধ্যায় জানান, রবিবার রাজ্যের প্রতিটি এলাকার তৃণমূল কর্মীরা বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ মিছিল করবে । আগামীকাল মুখ্যমন্ত্রী নিহতদের বাড়ি যাবেন ৷ নিহতদের পরিবারের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস ৷
কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা । এই ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা । সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা নির্বাচন কমিশনে যাবেন । যারা দোষী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন ।