পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ : পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 76.16 শতাংশ - চতুর্থ দফার নির্বাচন

Voting for 4th phase
Voting for 4th phase

By

Published : Apr 10, 2021, 6:34 AM IST

Updated : Apr 10, 2021, 5:38 PM IST

17:36 April 10

রাজ্যে আজ নির্বাচনের চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ দফা ৷ মোট পাঁচ জেলায় 44টি আসনে ভোটগ্রহণ আজ ৷ সব মিলিয়ে 793 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে ৷

বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ছে 76.16 শতাংশ ৷

17:12 April 10

  • কোচবিহারের শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী বলেন, "আজকের ঘটনায় দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ঘটনার চক্রান্তকারী অমিত শাহ ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে না জিততে পেরে হিংসার রাজনীতি করছে ৷ ঘটনার সিআইডি তদন্ত করে দেখব ৷"

16:49 April 10

  • কোচবিহারে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম অমল দাস ৷ আজ পাতলাখাওয়ার 3/2 নম্বর বুথ থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷

15:59 April 10

  • সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, সুভাষগ্রাম এলাকার বেশ কয়েকটি বুথে বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হয়েছে । এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র ঘটনাস্থলে এলে তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একপ্রস্থ বচসায় জড়িয়ে পড়েন লাভলী ।

15:56 April 10

  • কোচবিহারে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বনগাঁর এরটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন তৃণমূল নেত্রী ৷

15:32 April 10

  • দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 66.76 শতাংশ ৷

15:32 April 10

  • ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম শেখ জব্বর(57) ৷ আজ সকালে রামপুর সেবক সংঘের 32 নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ৷ সেইসময় মৃত্যু হয় তাঁর ৷

15:14 April 10

বেহালার পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ
  • বেহালার পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । দক্ষিণ শহরতলির হরিদেবপুরের থানার হসপিটাল মোড় সজনে বেড়িয়া 142 নম্বর ওয়ার্ডের ঘটনা  ।

15:08 April 10

  • মাথাভাঙায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি ৷ দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

15:07 April 10

  • কোচবিহারের মাথাভাঙায় চারজনের মৃত্যুর ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘‘বিজেপি জানে বিজেপি হেরে গিয়েছে ৷ হেরে গিয়েছে বলে এখন ভোটারদের গুলি করে মারছে ৷ কর্মীদের গুলি করে মারছে ৷ লজ্জাও করে না ৷’’ অন্যদিকে, আগামীকাল শীতলকুচি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি ৷ পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে ৷

15:01 April 10

  • কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল পাঁচলায় ৷ বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

14:53 April 10

সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  • সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

13:36 April 10

সংখ্যালঘু পরিবারের ভোটার ধর্নায় বসলেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষদের আটকে রাখার অভিযোগে
  • সংখ্যালঘু পরিবারের ভোটারদের আটকে রাখার অভিযোগে এবার ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ৷ নাটাবাড়ি বিধানসভার নাটাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর জায়গীর চিলাখানা 8/23 নং বুথে স্বামীজী স্মৃতি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধর্নায় বসেন তিনি ৷ অভিযোগ, 200 সংখ্যা লঘু পরিবারের ভোটারদের আটকে রাখা হয় ৷

13:27 April 10

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 52.16 শতাংশ ৷

13:20 April 10

  • শীতলকুচির 126 নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷

12:55 April 10

ডানকুনির বুথ পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত
  • ডানকুনির বুথ পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত ৷

12:22 April 10

  • ইভিএমের বোতামে কালো কালি থাকার অভিযোগ তুললেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ সেইসঙ্গে চুঁচুড়ায় ভোট কেন্দ্রগুলিতে ঘুরে তদারকি করেন তিনি ৷

11:47 April 10

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 33.98 শতাংশ ৷

11:23 April 10

ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ দেখাল মহিলারা
  • ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ ৷ আজ সকালে ভাঙড়ের সাইহাটিতে 251 এবং 252 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান নওশাদ সিদ্দিকি ৷ এরপরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনকি, তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ৷

11:08 April 10

  • মাথাভাঙার জরপাটকি এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ আহত আরও তিনজন ৷

10:57 April 10

ভোট দিলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
  • ভোট দিলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷

10:54 April 10

  • ভোটের লাইনে দাঁড়িয়ে মায়েদের দুধের শিশু সামলাতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামের একটি ভোটগ্রহণ কেন্দ্রে দুধের শিশুদের কোলে নিয়ে মায়েদের সাহায্য করলেন জওয়ানরা ।

10:37 April 10

চুঁচুড়ায় বিশলপাড়ায় লকেটের উপর হামলার অভিযোগ
  • চুঁচুড়ায় বিশলপাড়ায় লকেটের উপর হামলার অভিযোগ ৷ এমনকি, তাঁর গাড়িও ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷

10:32 April 10

  • লিলুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

10:13 April 10

  • সিপিএমের পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকার রায়পুরের একটি বুথের ঘটনা ৷ সিপিএমের ওই পোলিং এজেন্টের অভিযোগ, তিনি এক ভুয়ো ভোটারকে চিহ্নিত করেছিলেন ৷ আর তারপরেই সিপিএমের এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

10:08 April 10

শকুন্তলা কালি মন্দিরে পুজো দিলেন উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক
  • শকুন্তলা কালি মন্দিরে পুজো দিলেন উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক ৷

10:08 April 10

  • বেহালা পূর্বের কেন্দ্রগুলি ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷

10:04 April 10

  • শীতলকুচির বুথে বোমাবাজির অভিযোগ ৷ আহত এক তৃণমূল কর্মী ৷

09:54 April 10

  • সকাল সাড়ে 9টা পর্যন্ত ভোট পড়েছে 15.85 শতাংশ ৷

09:28 April 10

  • ভোটের দিন সকালে উলুবেরিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম নন্দ নস্কর ৷ উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের আট নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চকের দশভাগার ঘটনা ৷ নন্দবাবুর পরিবারের দাবি, তিনি সক্রিয় বিজেপি কর্মী ।

09:23 April 10

  • কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-কে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ স্থানীয় বৈশাখী ক্লাবে একদল তৃণমূল সমর্থক প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷

09:17 April 10

ভোট দিয়ে কী বললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শুনে নিন
  • সিঙ্গুরে কৃষি ও শিল্প আনার জন্য বিজেপিকে ভোট দিন ৷ আজ ভোট দিয়ে বেরিয়ে এমনই বললেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷

09:06 April 10

  • শীতলকুচির পাঠানটুলিতে চলল গুলি ৷ ভোট দিয়ে বেরোনোর পর গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ মৃত্যু হয়েছে একজনের ৷

08:47 April 10

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন মনোজ তিওয়ারি, শুনে নিন
  • ফালাকাটায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ ৷

08:42 April 10

ভোট দিলেন মনোজ তিওয়ারি
  • ভোট দিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি ৷

08:40 April 10

ভোট দিলেন উদয়ন গুহ
  • ভোট দিলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ৷

08:38 April 10

  • হাওড়ার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের আইডি কার্ড দেখেই তবে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে ৷

08:33 April 10

ভোট দিলেন আবদুল মান্নান
  • গোপিনাথ সাহা প্রাইমারি মেমোরিয়াল স্কুল 235 নং বুথে ভোট দিলেন চাঁপদানীর কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান । ভোটারদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি ৷ অন্যদিকে, ভোট দিলেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না ৷

08:24 April 10

উত্তরপাড়া বিধানসভার 101 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ, বন্ধ ভোট; বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের
  • উত্তরপাড়া বিধানসভার 101 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপের অভিযোগ ৷ ভোট আপাতত বন্ধ রয়েছে ৷

08:18 April 10

  • টালিগঞ্জের বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ৷ ঘটনাস্থানে পৌঁছেছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ সেখান থেকে তিনি বলেন, ওই পোলিং এজেন্টের আইডি ছিল ৷ কিন্তু,তারপরেও ঢুকতে দিচ্ছিলেন না প্রিসাইডিং অফিসার ৷ আমরা ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য দেখানোর পর তাঁকে এখন বুথে ঢুকতে দেওয়া হয়েছে ৷

08:09 April 10

  • টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

08:05 April 10

  • তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে জানান, পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি ।

07:48 April 10

ভোট দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে
  • ভোট দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে । এদিন কোচবিহারের 4/ 235 নম্বর বুথে তিনি ভোট দেন । ভোট দেওয়ার পরে তিনি অভিযোগ তোলেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে । বিজেপি কর্মীদের মারধর করছে ।

07:42 April 10

  • ভোটের সকালেই মাথাভাঙা থেকে প্রচুর বোমা উদ্ধার ৷

07:39 April 10

  • কোচবিহারের বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে ঢুকতে বাধা ৷ ঘটনায় অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল ৷

07:24 April 10

  • শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ প্রায় এক ঘণ্টা ধরে আহত অবস্থায় বিজেপি কর্মীর দেহ পড়েছিল ৷ পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি । অভিযোগ, বুথে পোলিং এজেন্ট দিতে আসার সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল দুষ্কৃতীরা ।

07:19 April 10

বেলুড়ের লালবাবা কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
  • বেলুড়ের লালবাবা কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ নির্বাচন শুরুর আগেই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷

07:14 April 10

সকাল থেকেই ভাঙড়ের একটি বুথের বাইরে ভিড় জমিয়েছেন মানুষ
  • ভাঙড়ে 373 টি বুথে ভোট গ্রহণ চলছে ৷ সকাল থেকেই বুথের বাইরে ভিড় জমিয়েছেন মানুষ ৷

07:02 April 10

  • নাটাবাড়ি বিধানসভার গুড়িয়াহাটি 1 নম্বর এলাকায় 138 নং বুথে ইভিএম মেশিন খারাপের অভিযোগ উঠছে ৷ অন্যদিকে, কুমারগ্রামের 10/184 নং বুথে ভিভিপ্যাট কাজ করছে না বলে খবর ৷

07:00 April 10

  • শুরু হল চতুর্থ দফার ভোটগ্রহণ ৷

06:49 April 10

ডোমজুড়ে একটি বুথের বাইরে লাইন
  • সকাল 7টা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ ইতিমধ্যেই পাঁচ জেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটের লাইন পড়ে গিয়েছে ৷

06:43 April 10

  • কোচবিহার দক্ষিণে সুটকাবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ মারধরের অভিযোগ ৷ কোচবিহারের সুটকাবাড়িতে 138 নম্বর ও 139 নম্বর বুথের ঘটনা ৷ বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

06:42 April 10

  • নির্বাচন শুরুর আগে যাদবপুরে উত্তেজনা ৷ পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ৷ শহিদ স্মৃতি কলোনির 36 নম্বর বুথে ঘটনাটি ঘটে ৷ অন্যদিকে, যাদবপুরের কে কে দাস কলেজে বাম পোলিং এজেন্টকে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

06:39 April 10

  • নির্বাচন শুরুর আগে যাদবপুরে উত্তেজনা ৷ পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ৷ শহিদ স্মৃতি কলোনির 36 নম্বর বুথে ঘটনাটি ঘটে ৷ অন্যদিকে, যাদবপুরের কে কে দাস কলেজে বাম পোলিং এজেন্টকে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷
  • কোচবিহারে সুটকাবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷

06:17 April 10

রাজ্যে আজ নির্বাচনের চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ দফা ৷ মোট পাঁচ জেলায় 44টি আসনে ভোটগ্রহণ আজ ৷ সব মিলিয়ে 793 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে ৷  

  • ভোটের আগের দিন রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ আইএসএফ-র বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার আইএসএফ-র । ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার ঘটনা ।
  • আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে রাজ্যের পাঁচ জেলায় ভোটগ্রহণ
Last Updated : Apr 10, 2021, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details