- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 79.04 শতাংশ ।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 79.04 শতাংশ
17:29 April 22
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ মোট চার জেলায় 43টি আসনে 306 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় 779 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । এই নির্বাচনে মকুল রায়, রাহুল সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তীর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷
17:08 April 22
- বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান খাদ্যমন্ত্রী তথা হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বচসা বাঁধে । হাবড়া বিধানসভার 254,255 নম্বর বুথের ঘটনা ।
16:56 April 22
- বাগদায় রণঘাটে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ । ঘটনায় তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এলাকায় রয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ।
16:29 April 22
- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক । তাঁর নাম শেখ শাহজাহান । পরিবারের অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায় । আজ দুপুরে অশোকনগর আদর্শ পল্লি হাইস্কুলে ভোট চলাকালীন তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । শেষে গুলি চালায় । যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী ।
16:11 April 22
- বাগদার রণঘাটের 35 নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধর ও ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । পাল্টা পুলিশকে মারধরের অভিযোগ । আহত এক পুলিশ আধিকারিক । ঘটনাস্থলে পৌঁছেছেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পুলিশ সরকারের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ।
15:41 April 22
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.42 শতাংশ ৷ এর মধ্যে উত্তর দিনাজপুরে ভোটের হার 71.96 শতাংশ, নদিয়ায় 74.01 শতাংশ, উত্তর 24 পরগনায় 65.08 শতাংশ ও পূর্ব বর্ধমানে 75.02 শতাংশ ৷
15:35 April 22
- বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর এলাকায় কৌশানীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান ওঠে ৷ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কৌশানী ৷
15:23 April 22
- ভোট বয়কটকারী আন্দোলনরত গ্রামবাসীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীর হাত মুখ মেরে ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় তাঁদের বাড়িঘরও । উল্লেখ্য, আজ সকালে "নো ব্রিজ নো ভোট" স্লোগানকে সামনে রেখে ভোট বয়কট করেছিল তাঁরা ৷
15:08 April 22
- টিটাগড়ের মিলনগড়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম 4 বিজেপি কর্মী-সমর্থক ৷ অন্যদিকে, বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷
15:03 April 22
- কেতুগ্রামে শিশুকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি, অপর এক শিশুকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কেতুগ্রাম রাজুড়ের ১০১ নং বুথের ঘটনা ৷ ক্ষোভে ফেটে পড়েছেন শিশুদের পরিবার ও তাদের প্রতিবেশীরা ।
13:55 April 22
- শীতলকুচির পর এবার অশোকনগর ৷ ভোটারদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় সাজারউদ্দিন ও খাবিরুল ইসলাম নামে দুইজন ভোটারের গুলি লেগেছে বলে স্থানীয়দের দাবি । তাঁদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে । উত্তর 24 পরগনার অশোকনগর ডিগরা পঞ্চায়েতের টেংরা 79 ও 80 নম্বর বুথের ঘটনা । যদিও, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷
13:37 April 22
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 57.30 শতাংশ ৷
13:16 April 22
- ভাতারে ভোটারদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মুরাতিপুর কালটিকুড়ি লেহা নিম্ন বুনিয়াদি স্কুলের 54 নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিন যুবক । সেইসময় তাদের উপর হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় দুই যুবক ধানক্ষেতের মধ্যে পড়ে যায় । এরপরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন ।
12:49 April 22
- নৈহাটি বিধানসভার 41 নম্বর বুথে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের বাইকবাহিনী সকাল থেকে গ্রামে তাণ্ডব চালায় ৷
12:24 April 22
- তৃণমূলের ক্যাম্পে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে । অশোকনগর কেন্দ্রের দোগাছিয়া পঞ্চায়েতের ভুরকুণ্ডার 27 ও 28 নম্বর বুথের ঘটনা । তৃণমূলের দাবি, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে দলীয় ক্যাম্প করেছিলেন তাঁরা । আচমকা তাদের উপরে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ ।
12:20 April 22
- জগদ্দল বিধানসভার দলের 7টি বুথে 7 জন এজেন্ট নিখোঁজের অভিযোগ উঠল ৷ তৃণমূলের অভিযোগ, ওই এজেন্টদের সঙ্গে কোনওভাবে ফোনেও যোগযোগ করা যাচ্ছে না ৷ ওই 7টি বুথ হল 96, 97, 98, 99, 99এ, 100 ও 100এ ৷
12:10 April 22
- চোপড়ার একটি বুথে প্রায় দুই ঘণ্টা অনুপস্থিত থাকলেন প্রিসাইডিং অফিসার ৷ সেইসঙ্গে ওই বুথে বেশ কিছুক্ষণ ফার্স্ট পোলিং অফিসারও ছিলেন না । তাঁদের দু'জনকেই সরাল কমিশন ৷ চোপড়া 55 নম্বর বুথের ঘটনা ।
11:57 April 22
- ভোট দিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ ৷ আজ সকালে পূর্বস্থলীর বিদ্যানগর হাইস্কুলে ভোট দেন তিনি ৷
11:47 April 22
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 37.27 শতাংশ ৷
11:44 April 22
- ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ৷ ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷
11:26 April 22
- পূর্বস্থলীর একটি বুথে উঠল জয় শ্রীরাম স্লোগান ৷ তৃতীয় পোলিং অফিসারের বিরুদ্ধে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল । পূর্বস্থলীর 1 নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের 35 নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠে ৷
11:13 April 22
- ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে, কোনওরকম অভিযোগ নেই ৷ দুই একটি জায়গায় সামান্য কিছু অভিযোগ আসছে ৷ তবে বড় কিছু নয় । ভোট দেওয়ার পরে এমনটাই জানালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর ৷ আজ পিআরঠাকুর প্রাইমারি স্কুলে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের 42 নম্বর বুথে ভোট দিলেন তিনি ৷
10:57 April 22
- ব্যারাকপুরে সকাল থেকেই বুথে বুথে ঘুরলেন রাজ চক্রবর্তী ৷ বুথে বুথে কেমন চলছে ভোটগ্রহণ সেই বিষয়টি খতিয়ে দেখলেন তিনি ৷
10:45 April 22
- সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে পৌঁছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ৷
10:34 April 22
- সকাল থেকেই বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ।
10:32 April 22
- "নো ব্রিজ নো ভোট" এই দাবি তুলে ভোট বয়কট করলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুরের গ্রামবাসীরা ৷ বেশ কয়েকদিন ধরে গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই সিদ্ধান্ত কার্যত সফল হল । দীর্ঘদিনের খলসি ব্রিজ নির্মাণ হয়নি ৷ তাই ভোট দিচ্ছেন না গ্রামবাসীরা ।
10:19 April 22
- রায়গঞ্জে কর্তব্যরত বুথ লেভেল অফিসার ( BLO) অভিজিত কুণ্ডুকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কলেজপাড়া এলাকার 156 নম্বর বুথের ঘটনা ।
10:00 April 22
- বুথে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ৷ ক্ষোভে ভোট দেওয়া বন্ধ রাখেন ভোটাররা ৷ গলসি বিধানসভার কাঁকসার বিদবিহারের ফুলঝোড় 9 নম্বর বুথের ঘটনা ৷ বুথ লেভেল অফিসারের উপর ক্ষোভ উগরে দেয় ভোটাররা ৷
10:00 April 22
- আমডাঙার খুড়িগাছিতে ভোটারদের ভোটদানে বাধা ৷ অভিযোগ সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
09:42 April 22
- কেতুগ্রামে বোমাবাজি ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা প্রকাশ্যে রাম দা, লাঠি নিয়ে ঘুরছে । পুলিশ নীরব দর্শক । বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপির লোকেদের আটকে দিয়েছে । তাই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
09:38 April 22
- সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 17.19 শতাংশ ৷
09:23 April 22
- আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল নেতার নাম অরূপ মিদ্যা । তৃণমূল নেতার হুঁশিয়ারি, তিনদিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব । এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি ।
09:17 April 22
- টুইট করলেন অমিত শাহও ৷ তিনি টুইটারে লেখেন, "আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন । আপনার একটি ভোট বাংলার গরিব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
09:15 April 22
- টুইটারে ভোটারদের ভোটদানের আবেদন জানালেন নরেন্দ্র মোদি ৷ টুইটারে লেখেন, "নতুন বিধানসভা গঠনে আজ পশ্চিমবঙ্গে ষষ্ঠদফায় ভোটগ্রহণ হবে ৷ আজ যাদের ভোট রয়েছে তাদের ভোট দিতে অনুরোধ করছি ৷"
09:07 April 22
- গলসি বিধানসভার পানাগড় বাজার হাইস্কুল 66. 67, 68 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৷ আটক এক তৃণমূল কর্মী । একই অভিযোগ উঠেছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শুক্লা সিংয়ের বিরুদ্ধে । যদিও, শুক্লা সিং অভিযোগ অস্বীকার করেছেন ।
09:06 April 22
- শাসকদলের দুষ্কৃতীরা একাধিক বিজেপি এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ এমনটাই অভিযোগ করলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷
09:04 April 22
- পূর্ব বর্ধমানের আটটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ । সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন । কোভিড বিধি মেনেই চলছে ভোটগ্রহণ ৷
08:53 April 22
- ভোট দিলেন বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, কয়েক জায়গায় সামান্য ভোটদানে ব্যাঘাত ঘটেছিল ৷ এখন আপাতত স্বাভাবিক রয়েছে ৷ আমি সব এলাকাগুলো ঘুরে দেখছি ৷
08:49 April 22
- সকাল থেকে নদিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে বুথে বুথে মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণ চলছে ৷
08:45 April 22
- স্বরূপনগর বিধানসভার গোয়ালবাতানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ সেইসঙ্গে মারধরের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
08:41 April 22
- বনগাঁয় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে ৷ বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় । স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় তাপস দাস নামে এক মূল কর্মী জখম হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
08:16 April 22
- চোপড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে রয়েছে চোপড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
08:00 April 22
- কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷ ওই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ ৷
07:57 April 22
- সকাল থেকেই বুথ পরিদর্শন করছেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন ৷ দুপুরের পরে ইসলামপুরে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন কানাইয়ালাল ৷
07:49 April 22
- সকাল সকাল ভোটদান পর্ব সারলেন মুকুল রায় ৷ তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ৷ বিজেপি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার 141 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
07:43 April 22
- ভোট দিলেন নদিয়ার চাপরা বিধানসভার নির্দল প্রার্থী জেবের শেখ ৷
07:32 April 22
- ভোট দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে 134 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দেওয়ার পর জানান, আগে অন্যান্য প্রার্থীদের ভোট দিয়েছি ৷ এবার নিজের ভোট নিজেই দিতে পেরে খুশি তিনি ৷
07:30 April 22
- ভাটপাড়া বিধানসভার একটি কেন্দ্রে ইভিএম খারাপের অভিযোগ উঠেছে ৷ ফলে ওই বুথে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি ৷
07:30 April 22
- ভোটের আগের রাতে উত্তেজনা নবদ্বীপে ৷ গতকাল নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
07:15 April 22
- ভোট দিলেন অর্জুন সিং ও তাঁর ছেলে পবন সিং ৷ আজ সকালে ভাটপাড়ার 144 নম্বর বুথে গিয়ে তাঁরা ভোটদান করেন ৷
07:01 April 22
- ঘড়ির কাঁটা সাতটার ঘরে পৌঁছাতেই চার জেলায় বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে ৷
06:55 April 22
- ষষ্ঠ দফার নির্বাচনে নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী ৷ যেমন মুকুল রায় (কৃষ্ণনগর উত্তর) , রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), তন্ময় ভট্টাচার্য (দমদম উত্তর), চন্দ্রিমা ভট্টাচার্য (দমদম উত্তর), সুব্রত ঠাকুর (বনগাঁ), জ্যোতিপ্রিয় মল্লিক (হাবড়া), রাহুল সিনহা (হাবড়া) ৷
06:31 April 22
- আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে শুরু হচ্ছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ইতিমধ্যেই বুথে বুথে মকপোল শুরু হয়ে গিয়েছে ৷