পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তাক্ত মাথাভাঙা : নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল তৃণমূল

দোলা সেন বলেন, "এখন আইনশৃঙ্খলা রাজ্যের হাতে নেই ৷ আইনশৃঙ্খলা কমিশনের হাতে ৷"

Dola Sen
Dola Sen

By

Published : Apr 10, 2021, 12:11 PM IST

Updated : Apr 10, 2021, 12:35 PM IST

কলকাতা, 10 এপ্রিল : রক্তাক্ত চতুর্থ দফার ভোট ৷ শীতলকুচি বিধানসভার অন্তর্গত জোড়াপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু ঝরল চার চারটি তাজা প্রাণ ৷ ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে ৷ মৃত চারজনকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে দোলা সেন নির্বাচন কমিশনের কাছে এই ঘটনায় জবাব চেয়েছেন ৷ তিনি বলেন, "এখন আইনশৃঙ্খলা রাজ্যের হাতে নেই ৷ আইনশৃঙ্খলা কমিশনের হাতে ৷ রাজ্যের মানুষকে কমিশন এই ঘটনার জবাব দিক ৷"

রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে পাশে নিয়ে দোলা সেন বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মাথাভাঙায় মৃত্যু হয়েছে 4 জনের ৷ স্পষ্ট করে বলতে চাই, কেন্দ্রীয় বাহনী অন্যায় করছে ৷ সীমা লঙ্ঘন করছে ৷ একথা আগেই আমাদের সভানেত্রী বলেছেন ৷ তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু'দুবার শোকজ করা হয়েছে ৷ এর জবাব কে দেবে ?" তিনি বলেন, "ভোট চলাকালীন আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে রয়েছে ৷ আইনশৃঙ্খলার এই পরিণতি কেন হল জানতে চাই ৷ নির্বাচন মিশনকে এর জবাব দিতে হবে ৷ এই রক্ত উপত্যকার দেশ আমার নয় ৷ এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয় ৷ আমরা শান্তি চাই ৷ বাংলার মানুষ নির্বাচন কমিশনের কাছে এর জবাব চাইছে ৷"

আরও পড়ুন : শীতলকুচিতে ভোটের লাইনে গুলি, মৃত যুবক

কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছে কমিশন ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, চারজনের মৃত্যু ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন ৷

নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল তৃণমূল
Last Updated : Apr 10, 2021, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details