পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার সুজাতা-সায়ন্তন, কমিশনের নিষেধাজ্ঞার কোপে ফের পদ্ম-ঘাসের নেতারা - assembly election 2021

সুজাতা মণ্ডল খাঁ ও সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের ৷ আজ রাত সাতটা থেকে ওই নির্দেশিকা কার্যকর হবে ৷

EC
সায়ন্তন ও সুজাতা গ্রাফিক্স ইমেজ

By

Published : Apr 18, 2021, 5:29 PM IST

Updated : Apr 18, 2021, 6:37 PM IST

কলকাতা, 18 এপ্রিল : তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল খাঁ এবং বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে 24 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ আজ রাত সাতটা থেকে ওই নির্দেশিকা কার্যকর হবে ৷

কয়েকদিন আগে একটি বৈদ্য়ুতিন সংবাদ মাধ্য়মে বক্তব্য় রাখেন সায়ন্তন বসু ৷ সেখানে তাঁর একটি বক্তব্য় দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত ৷ শীতলকুচি নিয়ে সেখানে বক্তব্য় দিতে গিয়ে সায়ন্তন বসু বলেন, "যে প্রথমবার ভোটার তাঁকে সকালে খুন করা হল ৷ ...আমরা বেশিক্ষণের জন্য় কারও হিসেব বাকি রাখি না ৷ সেখানে চারজনকে স্বর্গে পাঠানো হয়ে গেছে ৷ শোলে সিনেমায় একটি সংলাপ আছে, তুম এক মারো গে তো হম চার মারেঙ্গে ৷ "

আরও পড়ুন- সন্ধ্যায় বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা উত্তরবঙ্গেও

সায়ন্তনের ওই বক্তব্য়ের পরিপ্রেক্ষিতে নোটিস পাঠায় কমিশন ৷ ওই মন্তব্য়ের কথা উল্লেখ করেই সায়ন্তনকে চিঠি দেওয়া হয় ৷ 24 ঘণ্টার মধ্য়ে সায়ন্তনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ সেই জবাব দেওয়ার পরেই আজ কমিশন জানিয়েছে আজ সন্ধে 7 টা থেকে আগামী 24 ঘণ্টার জন্য় প্রচার করতে পারবেন না সায়ন্তন বসু ৷

অন্য়দিকে তপশিলি জাতি নিয়ে আপত্তিকর মন্তব্য় করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ দিন কয়েক আগে আরামবাগের একটি সভা থেকে সুজাতা বলেছিলেন, "কেউ থাকে স্বভাবে ভিখারি, কেউ থাকে অভাবে ভিখারি ৷ এখানকার তপশিলিরা হচ্ছে স্বভাবে ভিখারি ৷"

সুজাতার ওই মন্তব্য়ের জেরে নোটিশ পাঠিয়ে জবাব তলব করে কমিশন ৷ সেই জবাব পাওয়ার পর তাঁর প্রচারেও আজ সন্ধে 7টা থেকে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷

Last Updated : Apr 18, 2021, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details