পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনী জমায়েতে মাক্স-স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট

ভোটবাজারে বড় জমায়েত থেকে শুরু করে প্রচার , রোড শো লেগেই রয়েছে ৷ পাশাপাশি রাজ্যজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এরকম অবস্থায় একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত যেকোনও জমায়েতে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট ৷

calcutta highcourt
calcutta highcourt

By

Published : Apr 14, 2021, 6:49 AM IST

Updated : Apr 14, 2021, 7:19 AM IST

কলকাতা 14 এপ্রিল: একদিকে চলছে নির্বাচনী প্রচার ৷ অন্যদিকে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ নির্বাচন সংক্রান্ত যেকোন জমায়েতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট ৷ একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশে দিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

প্রচারের সময় করোনা সংক্রমণ রুখতে কমিশন ইতিমধ্যে বেশ কিছু সুরক্ষা বিধি অবলম্বন করেছে ৷ এবার তা কতদূর বলবৎ হল সে ব্যাপারে 19 এপ্রিলের মধ্যে প্রত্যেক জেলার জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে আদালতে।
পাশাপাশি নির্বাচনের দিনগুলিতে সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্টের তরফে একগুচ্ছ নির্দেশ প্রদান করা হয়েছে । নির্দেশে বলা হয়েছে যেকোনও জমায়েতে মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে। পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে ৷ যেকোনও ধরনের বড় জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে ৷ পাশাপাশি নিরন্তর জনসচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজনৈতিক নেতা-নেত্রীদের এব্যাপারে জনগণকে সচেতন করতে বলা হয়েছে ৷ পাশাপাশি সুরক্ষাবিধি যাতে কঠোরভাবে মেনে চলা হয় সে ব্যাপারে পুলিশকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে ।

আরও পড়ুন :ভোট মরশুমে করোনায় রাশ টানতে হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন

নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যে করোনার সংক্রমণ রুখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন নীতিশ দেবনাথ নামে এক ব্যক্তি। নির্বাচনের শেষ ঘণ্টা করোনায় আক্রান্ত বা সংক্রমণের উপসর্গ থাকা ভোটারদের জন্য বরাদ্দ রাখতে বলা হয়েছে । পাশাপাশি নানান ধরনের পোস্টার ,প্যামফ্লেট, ভিডিও ক্লিপিংস তৈরি করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা মূলক প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার অর্থাৎ 15 এপ্রিল থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতে ভার্চুয়াল শুনানির নির্দেশ দিল রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাস ৷

Last Updated : Apr 14, 2021, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details