কলকাতা, 28 এপ্রিল: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভার অষ্টম দফার নির্বাচনে যে 35 আসনে ভোট, সেই আসনগুলি ছড়িয়ে রয়েছে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই চার জেলার মধ্যে ।
চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া --- কলকাতার এই সাত আসনে জয় নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস একপ্রকার নিশ্চিত । অবাঙালি অধ্যুষিত জোড়াসাঁকো আসনে বেশ কিছুটা লড়াইয়ের জায়গায় বিজেপি থাকলেও, এই আসনে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় গেরুয়া শিবির । রাজনৈতিক পর্যবেক্ষক মহলেরও ধারণা যে এই কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় সুনিশ্চিত ।
কিন্তু বাকি 28 আসন যার মধ্যে আছে মালদা জেলার ছ'টি, মুর্শিদাবাদের এগারোটি এবং বীরভূমের এগারোটি আসন, এই বেশ কিছু আসন নিয়ে তৃণমূলের এক শ্রেণীর কপিলার চিন্তার ভাঁজ রয়েছে । এমনিতেই মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে চিরকালই কংগ্রেসের তুলনাতে তৃণমূল শক্তি অনেকটাই কম । 2016 বিধানসভা নির্বাচনের পর যদিও এই দুই জেলায় কংগ্রেসের ক্রমাগত শক্তিক্ষয় হয়েছে এবং তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়েছে, কিন্তু এখনও কংগ্রেস এই দুই জেলাতে একটা বড় ফ্যাক্টর । 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্য এবং তৃণমূল কংগেসের দাপটের মধ্যেও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ এবং মালদা থেকে একটি করে লোকসভা আসন ধরে রাখতে সক্ষম হয় কংগ্রেস ।
এবার আবার কংগ্রেসের সাথে জোট হয়েছে বামফ্রন্ট এবং আব্বাস সিদ্দিকীর অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট বা এআইএসএফের । তো সংযুক্ত মোর্চার মিলিত শক্তি সংখ্যালঘু ভোট কতটা টানতে পারবে এবং তাতে কতটা লাভবান হবে বিজেপি এই সংখ্যালঘু ভোট ভাগের ফলে সেটাই চিন্তা শাসক শিবিরের । মনে রাখতে হবে এই 2019 সালে এই সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলা থেকেই মালদা (উত্তর) লোকসভা আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি কংগ্রেসের হাত থেকে ।
আরও পড়ুন : অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের