পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুরি করেননি, পারিশ্রমিক নিয়েছেন, রোজভ্যালি নিয়ে মমতাকে জবাব বাবুলের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রোজভ্যালির টাকা নেওয়ার অভিযোগের জবাব দিলেন বাবুল সুপ্রিয় ৷ একজন শিল্পী হিসেবে কাজ করে টাকা নিয়েছেন তিনি ৷ আদালত নির্দেশ দিলে সেই টাকা ফেরতের লাইনে সবার আগে তিনি থাকবেন ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগের জাবাব এভাবেই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

bengal-election-2021-babul-supriyo-give-answer-to-mamata-banerjees-allegation-on-rosevally
চুরি করেননি, পারিশ্রমিক নিয়েছেন, রোজভ্যালি নিয়ে মমতাকে জবাব বাবুলের

By

Published : Apr 6, 2021, 12:54 PM IST

কলকাতা, 6 এপ্রিল : পরপর তিনটি ভিডিও টুইট ৷ আর সেই টুইটে রোজভ্যালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আনা অভিযোগের জবাব দিলেন টালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সরাসরি চ্যালেঞ্জ, প্রমাণ থাকলে নিজের পুলিশকে দিয়ে সিট গঠন করে তদন্ত করান ৷ সেই সঙ্গে আসানসোলের কয়লা পাচার নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বাবুল সুপ্রিয় ৷ পাশাপাশি তাঁর এবং লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ ভিত্তিহীন এবং সেই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে দাবি বাবুলের ৷ প্রসঙ্গত, হুগলিতে প্রচার সভা থেকে বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালির টাকা নেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷

তিনটি ভিডিওর প্রায় সবক’টিতে মুখ্য়মন্ত্রীকে কার্যত ব্যঙ্গের সুরে জবাব দিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ যেখানে প্রথমটিতে বাবুল জানান, মুখ্যমন্ত্রীর কোনও কথাই তিনি সিরিয়াসলি নেন না ৷ তবে, রোজভ্যালি নিয়ে তাঁর এবং লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, তার স্বপক্ষে কোনও প্রমাণ থাকলে তিনি আদালতে যেতে পারেন ৷ এখানেই থামেননি বাবুল সুপ্রিয় ৷ তদন্তের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতেও শোনা যায় তাঁকে ৷ বাবুল বলেন, ‘‘উনি প্রয়োজনে সিবিআইকে দিয়ে তদন্ত করান ৷ যদিও উনি মনে করে সিবিআই আমাদের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করবে ৷ তো উনি ওঁর রাজীব কুমারকে দিয়ে সিট গঠন করে তদন্ত করান ৷’’

আরও পড়ুন : বাবুলকে আইনি নোটিস অভিষেকের

রোজভ্যালির দুর্নীতি নিয়ে জবাব দিতে গিয়ে বাবুল সুপ্রিয় কয়লা পাচারের প্রসঙ্গ টেনে আনেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগ এবং তার প্রেক্ষিতে বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে ৷ আর এসবের পিছনে আসানসোলের সাংসদের অনেক বড় ভূমিকা রয়েছে ৷ কারণ তিনি প্রাণনাশের হুমকি সত্ত্বেও, রাতের অন্ধকারে বাইকে করে ঘুরে কয়লা পাচারের ভিডিও তুলেছেন ৷ তথ্যপ্রমাণ জোগাড় করেছেন ৷’’ আর এসবের জন্য একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয় ৷ তিনি অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ইশারায় আসানসোলে সমান্তরাল একটা অর্থনীতি গড়ে তোলা হয়েছে ৷ যার পুরোটাই নিয়ন্ত্রণ করে কয়লা মাফিয়ারা ৷ এর প্রমাণও প্রথম এনডিএ সরকারের কয়লা মন্ত্রী পীযূষ গয়ালকে দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

আরও পড়ুন : বালিতে অভিষেককে নিশানা বাবুলের, তোপ মমতাকেও

অন্যদিকে, রোজভ্যালি থেকে টাকা নেওয়ার প্রসঙ্গেও জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ তিনি জানিয়েছেন, তাঁর রাজনীতিতে আসার আগে থেকে তিনি রোজভ্যালির সঙ্গে কাজ করেছেন একজন গায়ক এবং অভিনেতা হিসেবে ৷ আর রোজভ্য়ালির অনুষ্ঠানে গান করার সুবাদে তিনি তাঁর পারিশ্রমিক নিয়েছেন ৷ আর কোনওদিন যদি সেই টাকা ফেরত দিতে বলা হয়, তবে সেই টাকা ফেরতের লাইনে সবার আগে বাবুল সুপ্রিয়কে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন ৷ তবে, শুধু বাবুল সুপ্রিয় নন ৷ সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু তারকাও রোজভ্যালি ও সারদার মতো সংস্থার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি ৷ মোটের উপর মুখ্য়মন্ত্রী অভিযোগের পাল্টা জবাবে কার্যত ফ্রন্টফুটে খেললেন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

ABOUT THE AUTHOR

...view details