কলকাতা, 24 এপ্রিল: শনিবার মানিকতলায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল । সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় ৷ বিজেপির সভায় পাশে তৃণমূল মাইক লাগানো নিয়ে উত্তেজনা তৈরি হয় । বিজেপি দাবি জানায়, তৃণমূলকে তাদের মাইক খুলে নিতে হবে ৷ এই নিয়ে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয় ৷
এদিন মানিকতলায় 14 নম্বর ওয়ার্ডে মানিকপুকুরে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের সভা ছিল । বিজেপির সভা শুরু হওয়ার আগে বিজেপির সভার সামনে তৃণমূল কংগ্রেস মাইক লাগিয়ে আগেই সভা শুরু করে । এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি । সভায় দিলীপ ঘোষের ভাষণ চলাকালীনই গন্ডগোল বাধে । বিজেপির দাবি, অবিলম্ভে মাইক খুলতে হবে তৃণমূলকে ।