পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই জেলায় শাহ, পুরুলিয়ায় মমতা ; মঙ্গলেও ভোট-বঙ্গে জমজমাট প্রচার - মমতা-অমিত-অভিষেক সভা

আজ সুন্দরবনে সভা রয়েছে অমিত শাহের ৷ দুপুর বারোটায় গোসাবায় জনসভা করবেন তিনি ৷

bengal asssembly election 2021
bengal asssembly election 2021

By

Published : Mar 23, 2021, 10:30 AM IST

Updated : Mar 23, 2021, 10:53 AM IST

কলকাতা, 23 মার্চ : আজ মোদি তো কাল শাহ-নাড্ডা ৷ দিল্লি থেকে রোজই বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীদের আনাগোনা লেগে রয়েছে ৷ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরুর আগে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ যেমন- আজ ফের রাজ্যে আসছেন অমিত শাহ ৷ একসঙ্গে দুটি জেলায় সভা করবেন তিনি ৷ একইদিনের সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

আজ সুন্দরবনে সভা রয়েছে অমিত শাহের ৷ দুপুর বারোটায় গোসাবায় জনসভা করবেন তিনি ৷ এরপর মেদিনীপুর যাবেন ৷ বিকেল তিনটের পর মেদিনীপুরে রোড শোয়ে অংশ নেবেন অমিত শাহ ৷ শাহি সভার পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো রয়েছে ৷ ঘাটালে রোড শো করবেন তিনি ৷

আরও পড়ুন : মালদার দুই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করতে পারে বিজেপি

রোজই দুটো তিনটে করে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ পুরুলিয়ায় আজ তিনটি সভা করবেন তৃণমূল নেত্রী ৷ রঘুনাথপুর, হুড়া ও নিতুড়িয়ায় সভা রয়েছে তাঁর ৷ মমতা যখন পুরুলিয়ায় ঝড় তুলবেন তখন মেদিনীপুরে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাঁথিতে সভা রয়েছে অভিষেকের ৷

Last Updated : Mar 23, 2021, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details