কলকাতা, 16 জানুয়ারি : পৌরভোটে প্রার্থী সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে আগামীকাল । চূড়ান্ত তালিকায় বড় কোনও পরিবর্তন না হলে এবার ভোটে সংরক্ষণের কোপে পড়তে চলেছেন কলকাতা পৌরনিগমের চার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার ও রতন দে । নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না তাঁরা । একই কারণে ভোটে নিজের ওয়ার্ডে কলকাতার 12 জন হেভিওয়েট কাউন্সিলরও এবার দাঁড়াতে পারবেন না । খসড়া তালিকা অনুসারে 33, 78 ও 127 নম্বর ওয়ার্ড এবার তপশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত । 58, 107, 110, 141 ও 142 নম্বর ওয়ার্ড তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত ।
2009 সালে রাজ্যে পৌরভোটে আসন সংরক্ষণ চালু হয় । আগামীকাল কলকাতাসহ রাজ্যের 93 টি পৌরসভা এবং পৌরনিগমের ভোটের জন্য আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে । কলকাতা পৌরনিগমের যে খসড়া তালিকা আগামীকাল প্রকাশিত হতে চলেছে তাতে দেখা যাচ্ছে 58 নম্বর ওয়ার্ডটি তপশিলি প্রার্থীর জন্য সংরক্ষিত । ওই ওয়ার্ড থেকে গতবার কাউন্সিলর হয়েছিলেন স্বপন সমাদ্দার । বেলেঘাটার অত্যন্ত প্রভাবশালী এই নেতা দীর্ঘদিনের কাউন্সিলর এবং মেয়র পারিষদ । সংরক্ষণের জন্য এবার তপনবাবু নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারবেন না । অন্যদিকে, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দে । তিনিও কলকাতা পৌরসভার মেয়র পারিষদ । 93 নম্বর ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত । তাই ওই ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না রতনবাবু । একইভাবে 90 নম্বর ওয়ার্ডটিও মহিলা সংরক্ষিত হওয়ায় এবার সেখানে দাঁড়াতে পারবেন না বিদায়ী কাউন্সিলর তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় । তৃণমূলের আইনজীবী সেলের এই নেতাকে এবার অন্য ওয়ার্ড থেকে দাঁড়াতে হবে । মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 96 নম্বর ওয়ার্ডটিও । ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হেভিওয়েট মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবার নিজের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারছেন না । চার মেয়র পারিষদের পাশাপাশি তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা তথা রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেনের ওয়ার্ডটিও এবার মহিলাদের জন্য সংরক্ষিত । খুব সম্ভবত এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শান্তনুবাবু ।