কলকাতা, 8 ডিসেম্বর: তৃণমূল ছাত্র পরিষদে যোগ না দেওয়ায় প্রথম বর্ষের এক ছাত্র ও তার অভিভাবককে হেনস্থা করার অভিযোগ উঠল(beaten of student and his guardian for not Joining TMCP)। গত শুক্রবার দক্ষিণ কলকাতার একটি ল কলেজের ঘটনা ৷ এরপর ওই পড়ুয়া থানায় অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে ৷
ওই ছাত্রের অভিযোগ, টিএমসিপির পক্ষ থেকে উঁচু ক্লাসের পড়ুয়ারা ক্লাসে এসে পিকনিকের জন্য টাকা চেয়েছিল । কিন্তু পিকনিকে যেতে ইচ্ছুক না থাকায় তিনি টাকা দেননি । এরপর তাকে কয়েকজন পড়ুয়া এসে টিএমসিপিতে যোগ দেওয়ার জন্য জোর করে । রাজি না হওয়ায় তাঁকে মারধর করতে থাকে । এরপর পুরো বিষয়টি জানিয়ে ওই পড়ুয়া কলেজ কর্তৃপক্ষ-সহ কসবা থানায় অভিযোগ করে ।
আরও পড়ুন :মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে মদের আসর, প্রতিবাদ করায় ছাত্রনেতাকে মারধর