কলকাতা, 14 ফেব্রুয়ারি: বৈদেশিক মুদ্রার কারবারি ধরা পড়ল বিমানবন্দরে ৷ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এই ঘটনা ঘটে ৷ বৈদেশিক মুদ্রা-সহ তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি কলকাতা থেকে বাংলাদেশের বিমানে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল । কলকাতা বিমানবন্দরে লাগেজ চেকিংয়ের সময় সিআইএসএফ আধিকারিকরা তার ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু দেখতে পায় (Foreign Currency recovered) ৷
তাকে আটক করে ব্যাগ পরীক্ষা করা হলে ৷ তার ব্যাগ থেকে উদ্ধার হয় 30 হাজার মার্কিন ডলার ৷ এরপরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাতে আরও দুই ব্যক্তির হদিশ পায় সিআইএসএফ আধিকারিকরা ৷ একজন মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, অপরজন মোহাম্মদ ফিরোজ আলম ৷ এরা তিনজনে বাংলাদেশী ৷ যে দু'জন পরে গ্রেফতার হয়েছে, তার মধ্যে মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে 19 হাজার কানাডিয়ান ডলার উদ্ধার হয় ৷ তার জ্যাকেটের ভিতরের পকেটে ছিল ৷