পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Scam: প্রাথমিক শিক্ষকের চাকরিতে বাংলাদেশি নাগরিক ! আদালতে হাজিরার নির্দেশ বিচারপতির - শিক্ষক নিয়োগ দুর্নীতি

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসেছেন ৷ তারপর অন্যের জমি দখল করে তাতে বসবাস করছেন ৷ এরপর প্রয়োজনীয় নথি জাল করে প্রাথমিক শিক্ষকের চাকরিও হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Jun 21, 2023, 6:44 AM IST

কলকাতা, 21 জুন: প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বাংলাদেশের নাগরিক ! এমনই চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ এবার সেই শিক্ষককে আদালতে হাজির করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ দক্ষিণ দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে কর্মরত উৎপল মণ্ডল ৷ জেলার পুলিশ সুপারকে বিচারপতির নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত প্রাথমিক শিক্ষককে 4 জুলাই তাঁর এজলাসে হাজির করতে হবে ৷ পাশাপাশি ওই ব্যক্তির বেতন বন্ধ এবং স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি ৷

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত করছে ৷ মামলাকারী দক্ষিণ 24 পরগনার গঙ্গারামপুরের বাসিন্দা বিমলচন্দ্র সরকার ৷ তাঁর আইনজীবী সৌমেন দত্তের অভিযোগ, 2021 সালে উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন ৷ এরপর একরকম জোর করে বিমলচন্দ্র সরকারের জমিতে বসবাস করতে থাকেন ৷ উৎপলের সঙ্গে তাঁর বাবা, মাও থাকেন ৷ আরও অভিযোগ, তিনি নথি জাল করে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন ৷

আরও পড়ুন: একাদশ-দ্বাদশে ওএমআর শিট কারচুপি'তে রিপোর্ট তলব হাইকোর্টের

সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উৎপলের বাবা অয়ন মণ্ডল গ্রেফতার হন ৷ এরপর জানা যায়, অন্য কোনও উপায় অবলম্বন করে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন উৎপল ৷ এর মধ্যে বিমলবাবু তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-তে আবেদন করে জানতে পারেন, উৎপল যে সব নথি দাখিল করে চাকরি পেয়েছেন, তা ভুয়ো ৷ বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শকের দফতরে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তাই এই ঘটনার সঙ্গে কোনও দুর্নীতি চক্রের যোগ থাকতে পারে বলে দাবি করেছেন আইনজীবী সৌমেন দত্ত ৷ 4 জুলাই মামলার শুনানি ৷

ABOUT THE AUTHOR

...view details