কলকাতা, 21 জুন: প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বাংলাদেশের নাগরিক ! এমনই চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ এবার সেই শিক্ষককে আদালতে হাজির করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ দক্ষিণ দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে কর্মরত উৎপল মণ্ডল ৷ জেলার পুলিশ সুপারকে বিচারপতির নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত প্রাথমিক শিক্ষককে 4 জুলাই তাঁর এজলাসে হাজির করতে হবে ৷ পাশাপাশি ওই ব্যক্তির বেতন বন্ধ এবং স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি ৷
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত করছে ৷ মামলাকারী দক্ষিণ 24 পরগনার গঙ্গারামপুরের বাসিন্দা বিমলচন্দ্র সরকার ৷ তাঁর আইনজীবী সৌমেন দত্তের অভিযোগ, 2021 সালে উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন ৷ এরপর একরকম জোর করে বিমলচন্দ্র সরকারের জমিতে বসবাস করতে থাকেন ৷ উৎপলের সঙ্গে তাঁর বাবা, মাও থাকেন ৷ আরও অভিযোগ, তিনি নথি জাল করে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন ৷